হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঘুষ নিয়ে মসজিদের জমি নামজারি করার অভিযোগে ২ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মসজিদের জমি ব্যক্তির নামে নামজারি করে দেওয়ার অভিযোগে ভূমি অফিসের দুই কর্মকর্তার নামে মামলা করেছে মসজিদ কর্তৃপক্ষ। এতে সোনারগাঁ উপজেলা ভূমি অফিসের কানুনগো ও সার্ভেয়ারসহ ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা সারোয়ারের আদালতে মামলাটি করা হয়। 

গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) মসজিদের পক্ষে পিটিশন মামলা দায়ের করেন মো. আবুল কালাম। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি নারায়ণগঞ্জ তদন্তের নির্দেশ দিয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে মাইজউদ্দিন নামে এক ব্যক্তি উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি জামে মসজিদের নামে ১১ শতাংশ জমি দান করেন। এরপর থেকে ওই জমি মসজিদ কর্তৃপক্ষ ভোগ দখল করে আসছিল। পরে সোনাবান নামে জনৈক এক নারী এ জমির মালিক দাবি করে ২০১১ সালে জমিটি নিজের নামে নামজারি করে নেন। এ নামজারিতে ভুয়া তথ্য ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন মামলার বাদী আবুল কালাম। 

পরবর্তীতে এ নামজারির বিরুদ্ধে মিস কেস করলে সেটি চলমান থাকা অবস্থায় সোনাবান ওই জমি আ. খলিল নামে অপর ব্যক্তির কাছে বিক্রি করে দেন। অভিযোগ, মিস কেস চলমান থাকা অবস্থায়ই খলিল ঘুষের বিনিময়ে কিছুদিন আগে ওই জমি নিজের নামে নামজারি করে নেন। 

এ ঘটনায় মসজিদের পক্ষে আবুল কালাম সোনারগাঁ ভূমি অফিস, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ দায়ের করেও প্রতিকার চেয়েও কোনো প্রতিকার পাননি। 

পরে তিনি জমির মালিকানা দাবিদার সোনারবান, মো. আউয়াল হোসেন ও আ. খলিলের নামে একটি পিটিশন মামলা দায়ের করেন। এ মামলায় আরও আসামি করা হয়-সোনারগাঁ উপজেলা ভূমি অফিসের কানুনগো ফারুক আলম, সাবেক সার্ভেয়ার নূরে আলম, ওমেদার ইমরান মিয়া ও সনমান্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিপুল চন্দ্রকে। 

এ জমির মিস কেস এর মামলাটির প্রতিবেদন দাখিলের জন্যও সার্ভেয়ার নূরে আলম বাদী আবুল কালামের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

মামলার বিবরণীতে আরও বলা হয়, ভূমি অফিসের ওই কর্মকর্তারা ঘুষের বিনিময়ে অবৈধ প্রক্রিয়ায় সহযোগিতা করে জাল দলিল করে জালিয়াতির মাধ্যমে মসজিদের জমি ব্যক্তি নামে নামজারি করে দিয়েছেন। 

এ ব্যাপারে মামলার বাদী আবুল কালাম বলেন, ‘মসজিদের নামে দানকৃত জমিটি ভুয়া কাগজপত্র দিয়ে ব্যক্তি নামে নামজারি করে নিয়ে গেছেন সোনাবান নামে এক নারী। এতে ভূমি অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী জড়িত তাই তাদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা দায়ের করেছি।’ 

সোনারগাঁ উপজেলা ভূমি অফিসের কানুনগো বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু জানি না। আর নামজারি আমার কাজ নয়।’ তথ্য যাচাইয়ের বিষয়ে তিনি বলেন, ‘কাগজপত্র চেক করা আমার কাজ, কিন্তু এটা কীভাবে হয়েছে আমি জানি না।’ 

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘মিস কেস চালাকালীন কোনো নামজারি হয়ে থাকলে ভুক্তভোগী আইনগতভাবে আপিল করতে পারে এবং বাদীর আপিল নিতে ভূমি অফিস বাধ্য।’ 

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে