হোম > সারা দেশ > ঢাকা

ঈদ করতে এখনো ঢাকা ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ শুক্রবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

রাত পোহালেই ঈদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে এখনো রাজধানী থেকে বাড়ির পথে ছুটছে মানুষ। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের উপচে পড়া ভিড়। ঢাকার বাস, ট্রেন, ও লঞ্চ টার্মিনালগুলোতে ঈদযাত্রার ভিড় অব্যাহত রয়েছে। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীতে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে বলে জানা যায়। রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ দুপুরে গিয়ে দেখা যায়, বাড়িতে ঈদ করার জন্য বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছে মানুষ। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেক যাত্রী পাচ্ছে না বাহন ও বাস টিকিট। লঞ্চঘাট থেকে বরিশাল যাওয়ার উদ্দেশে মনোয়ারা বেগম বলেন, ‘অনেক সময় পর্যন্ত বসে আছি, কী যে ভিড়। সময়মতো ঢাকা ছাড়তে পারিনি। কারণ, ঈদের বেতন-বোনাস পেতে একটু দেরি হয়েছে। এ ছাড়া পোলাপানদের জন্য কিছু কিনন লাগব।’

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তবে, যাত্রীদের থেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ অনেকের। এদিকে ভাড়া বেশি নেওয়ার প্রমাণ মিললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনীকে। অধিক ভাড়া এড়াতে অনেকে পরিবারসহ ট্রাক, পিকআপ বা ব্যক্তিগত গাড়িতে চড়ে রওনা দিচ্ছে বাড়ির পথে।

সায়েদাবাদ থেকে যাত্রী মনিরুজ্জামান বলেন, ‘যদিও অনেকের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। তবে আগের তুলনায় এবার নিরাপত্তা বেশি লক্ষ করা যাচ্ছে। সেনাবাহিনী তৎপর থাকায় আমার থেকে অতিরিক্ত ভাড়া নিতে পারেনি।’

কুষ্টিয়াগামী যাত্রী শফিকুল ইসলাম জানান, স্বাভাবিক ভাড়ার তুলনায় এবার বেশিই টাকা বাস ভাড়া দিয়ে বাড়ি যেতে হচ্ছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ