হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভাঙা ব্রিজ নিয়ে ভোগান্তিতে ২৫ গ্রামের মানুষ 

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের খলিলাবাদ গ্রামের খালের ওপর আশি দশকের সেতুটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন ২৫ গ্রামের মানুষ। সেতুর দুপাশের রেলিং এর কিছু অংশ ভেঙে পড়েছে। বাকি রেলিং প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। প্রথমে সেতুর মাঝখানে ছোট আকারের গর্তের সৃষ্টি হলেও তা এখন অনেক বড় আকার ধারণ করেছে। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে মানুষ। 

৪ মাস আগে সেতুটি পুনর্নির্মাণের জন্য ১ কোটি টাকার মূল্যের টেন্ডার হলেও ও-ই ঠিকাদারকে এখনো কাজ করার অনুমতি দেয়নি এলজিইডি। 

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী বিভাগ সূত্রে জানা যায়, আশি দশকের সময়ে খলিলাবাদ খালের ওপর নির্মিত সেতুটির দুপাশের রেলিং প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কিছু অংশ ভেঙেও পড়েছে। সেতুর মাঝখানের স্ল্যাবে বড় আকারে গর্তের সৃষ্টি হওয়ায় এখন ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল। ফলে ৪ মাস আগে এই সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু লকডাউন ও খালে পানি থাকার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে এখনো কাজের অনুমতি দেওয়া হয়নি। 

স্থানীয়রা জানায়, অতিরিক্ত মালবাহী ট্রাক চলাচল করায় সেতুটির বেহাল দশা হয়েছে। এ সেতু দিয়ে প্রতিদিন ২৫ গ্রামের হাজারের অধিক মানুষ চলাচল করে থাকে। সেতুটি যে কোন সময় ধসে পরে যাওয়া আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ছাড়া সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি দেখার জন্য এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত মানুষ বেড়াতে আসেন। 

খলিলাবাদ গ্রামের বৃদ্ধ মো. জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্যসেবার জন্য এই সেতুর ওপর দিয়ে এলাকার মানুষ এক সময় যেত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে। সেতুর বয়স ৪১ বছর হলেও চলাচল করা যেত। কিন্তু মাটিবাহী ট্রাক অতিরিক্ত লোড নিয়ে সেতুটির ওপর দিয়ে যাতায়াতের কারণে সেতুর মাঝখানের স্ল্যাব ভেঙে গেছে। তা না হলে আরও ৪০ বছর মানুষ চলাচল করলেও এ সেতুর কিছুই হতো না। তবে রাতের বেলায় চলাচল করতে গিয়ে গর্তে পরে অনেক হ্যালোবাইক উল্টে গিয়ে অনেকে আহত হয়েছে বলেও তিনি জানান। 

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, এই সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকার টেন্ডারের কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারকে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। খালে পানি রয়েছে। পানি কমলেই সেতুর কাজ করা হবে বলে তিনি জানান। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির