হোম > সারা দেশ > ঢাকা

১৭৬ কোটি টাকা আত্মসাৎ

এবি ব্যাংকের সাবেক এমডি শামীমসহ ৪ জন কারাগারে

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি প্রদানের মাধ্যমে ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলায় এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম আহমেদ চৌধুরীসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। জামিন দেওয়া হয়েছে ব্যাংকের দুই কর্মকর্তাকে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

অন্য যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন ব্যাংকটির সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) খন্দকার রাশেদ আনোয়ার, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম ও এমারত হোসেন ফকির। আর জামিন দেওয়া হয়েছে ব্যাংক কর্মকর্তা ওয়াসিকা আফরোজী ও সালমা আক্তারকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ ২০২১ সালের ৮ জুন মামলাটি দায়ের হয়। মামলায় এবি ব্যাংকের সাবেক দুই এমডি মসিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর ছয় আসামি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে তাঁরা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং দুজনকে নারী বিবেচনায় জামিন দেন।

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত