প্রতিনিধি, রাজবাড়ী ও কালুখালী
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া এলাকায়ও দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানায়, কুষ্টিয়া থেকে রাজবাড়ী মুখী একটি মোটরসাইকেলে দুজন আরোহী ছিল। ভোরে উপজেলার বোয়ালিয়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারে সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।