হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে উপাচার্য অবরুদ্ধ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক (সাভার) ও সাভার (ঢাকা) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা শেষে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি হল ছাড়ার নির্দেশনা দেওয়ার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এ সময় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে। এ সময় পুলিশ সদস্যদের সামনে ও পেছনে সড়ক আটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে জাবির মূল ফটকে ৬ প্লাটুন বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় কথা বলে হল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু শিক্ষার্থীরা হল না ছেড়ে দাবি আদায়ের পক্ষে অনড় অবস্থানে রয়েছেন। 

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। 

এর আগে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৭ জুলাই বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

দুপুর ১২টায় পুলিশ প্রবেশ করলে শিক্ষার্থীরা তাঁদের পথরোধ করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন এবং তাঁরা কোনো সহিংসতা করবেন বলেও জানান। পরে পুলিশের পেছনেও শিক্ষার্থীরা অবস্থান নেন। 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, ৬ প্লাটুন বিজিবি, ৩৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকার শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। তাদের বুঝিয়ে হল থেকে বের করার চেষ্টা চলছে। কিন্তু তাঁরা কোনোভাবেই মানছে না। শিক্ষার্থীরা হল না ছাড়লে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা জেলার উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহহিল কাফী (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক) জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাঁদের আসতে বলা হয়েছে। তাঁরাও কোনো সহিংসতা চান না। কারও ক্ষতি চান না। 

পুলিশ ও শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের পর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শিক্ষার্থীদের একটি দল ভিসি অফিসে গিয়ে কথা বলেন। এ সময় তাঁরা কয়েকজন শিক্ষককে প্রক্টরসহ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আসতে বলেন। কিন্তু তাঁরা কেউ আসবেন না বলে জানান। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবীর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও বিজিবির উপস্থিতিতে সিন্ডিকেট সভা করে। জাহাঙ্গীরনগরে সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পর পুলিশ আসে। সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে নিয়ে বিকেল ৪টার মধ্যে হল ছাড়তে হবে।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে