হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজ শুক্রবার দুপুরে গতিরোধক নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ শুক্রবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকার শিশুতোষ বিদ্যাঘরের এলাকায় এই মহাসড়ক অবরোধ করা হয়।

স্থানীয় বাসিন্দা আনোয়ার বলেন, ‘শিশুতোষ বিদ্যাঘরের পাশে যে ইউটার্ন (ইউ আকৃতির মোড়), এটি একটি মৃত্যুকূপ। এখানে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার এক দিনে দুটি সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন ভ্যানচালক মারা গেছেন। অপর দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হন। এখানে প্রতি মাসে কয়েকজন মানুষের মৃত্যু হচ্ছে। তাই মহাসড়কের এই স্থানে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানাচ্ছি।’

আল আমিন নামের এক স্কুলছাত্র বলে, ‘গত বছরে এই ইউটার্নে বাবা-ছেলের নির্মম মৃত্যু হয়েছে। এমন কোনো মাস নেই, এখানে মানুষের মৃত্যু হচ্ছে না। আমরা এখানে একটি স্পিড ব্রেকার চাই। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে একটি স্পিড ব্রেকার নির্মাণের মাধ্যমে সমস্যা সমাধান করবে। পাশাপাশি এই ইউটার্নের দুই পাশে খানাখন্দভরা রাস্তাটুকু সংস্কার করবে।’

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজ শুক্রবার দুপুরে গতিরোধক নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

স্কুলশিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি মৃত্যুকূপ। এখানে প্রতিনিয়ত মানুষের প্রাণহানি হচ্ছে। আমরা এর একটি সঠিক সমাধান চাই। মহাসড়ক অবরোধ একটি বার্তা মাত্র।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দারা শিশুতোষ বিদ্যাঘরের পাশে মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁরা মহাসড়ক অবরোধ করেন। আধা ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখা হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ