হোম > সারা দেশ > ঢাকা

শামীম মোল্লা হত্যা মামলায় অভিযুক্তদের ক্রম পরিবর্তনের ঘটনায় তদন্ত কমিটি

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর প্রক্টরিয়াল বডির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। এ মামলায় অভিযুক্তদের ক্রম পরিবর্তনের অভিযোগ উঠেছে মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা-১) সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে। এ ঘটনায় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহীকে সভাপতি করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মোহাম্মদ মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন—উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাহউদ্দিন ভূইয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ভূইয়া এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ। 

অফিস আদেশে গঠিত তদন্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে। 

এছাড়া শামীম মোল্লার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় নিরাপত্তা শাখার কর্মকর্তাদের অদক্ষতা, নির্লিপ্ততা ও অবহেলা পরিলক্ষিত হওয়ার বিষয়টিও খতিয়ে দেখার জন্য গঠিত আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

তদন্তকাজের সুবিধার্থে ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা-১) সুদীপ্ত শাহীনকে তদন্ত চলাকালীন সময়ে সাময়িকভাবে বিএনসিসি অফিসে বদলি করা হয়েছে বলে একটি পৃথক অফিস আদেশের মাধ্যমে জানানো হয়েছে।

আরও পড়ৃন–

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি