হোম > সারা দেশ > ঢাকা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম পরিবর্তনের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

শনিবার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘কৃষি উন্নয়নের লক্ষ্যে ডিএই পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা’ শীর্ষক সভা। ছবি: আজকের পত্রিকা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নাম পরিবর্তন করে কৃষি অধিদপ্তর নামকরণের দাবি জানানো হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘কৃষি উন্নয়নের লক্ষ্যে ডিএই পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক সভায় নাম পরিবর্তনের দাবি উপস্থাপন করা হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)। তিনি বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাম হওয়ায় আমাদের সম্প্রসারণের মধ্যে আটকে থাকতে হয়। কৃষি অধিদপ্তর নাম হলে কৃষি সেক্টর নিয়ে কাজ করা সহজ হবে।’

প্রবন্ধে জানানো হয়, স্বাধীনতার পর দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে অথচ ফসলি জমি দিনে দিনে কমছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে কৃষি উৎপাদন বাড়ছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিক চাষাবাদ, কৃষি উপকরণের যৌক্তিক ব্যবহারের ফলে শাকসবজি, ধান, আলু আমসহ বেশ কিছু কৃষিপণ্য উৎপাদনের দিক থেকে বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ রয়েছে। গবেষণা উদ্ভাবিত সর্বশেষ কৃষি প্রযুক্তি কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছানোর পাশাপাশি মানসম্মত কৃষিপণ্য সার, বীজ, কীটনাশক, বালাইনাশকের মান নিয়ন্ত্রণ, কৃষিজপণ্য আমদানি-রপ্তানির নীতি নির্ধারণসহ কৃষি উন্নয়ন কর্মকাণ্ডে বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তা কাজ করছেন।

অনুষ্ঠানে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএইর মহাপরিচালক মো. ছাইফুল আলম, কৃষি ক্যাডারের অবসরপ্রাপ্ত পরিচালক আহম্মেদ আলী চৌধুরী ইকবাল, আহ্বায়ক কমিটির সদস্য ড. মুহাম্মদ মাহবুবুর রশিদ প্রমুখ।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩