হোম > সারা দেশ > রাজবাড়ী

অন্যের কার্ডে টিসিবির পণ্য কিনতে গিয়ে চাকরি খোয়ালেন ইউএনওর গাড়িচালক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক টিসিবির পণ্য সংগ্রহ করায় এলাকাবাসীর সমালোচনার মুখে পড়েন। বিষয়টি ইউএনও জানতে পেরে সংগৃহীত সেই পণ্য ফেরত দেওয়াসহ ওই চালককে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন। 

আজ শনিবার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাজারে ডিলার আব্দুল মান্নান খানের দোকান থেকে টিসিবি পণ্য হিসেবে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি করে ছোলা, চিনি ও দুই কেজি ডালের প্যাকেজ উত্তোলন করেছিলেন তিনি। 

ইউএনও অফিস সূত্রে জানা যায়, ওই গাড়িচালকের নাম সেলিম খোন্দকার (৪৮)। সেলিম খোন্দকারের স্থায়ী ঠিকানা রাজবাড়ীর পাংশা পৌরসভায়। তিনি দীর্ঘদিন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমান তিনি পিআরএলে থাকলেও দায়িত্ব পালন করছেন ইউএনওর কার্যালয়ে। তিনি সর্বসাকল্য মাসে ৩৬ হাজার টাকা বেতন উত্তোলন করছেন।

টিসিবি পণ্য নিতে আসা সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের নজরুল ইসলাম নামের এক বাসিন্দা আজকের পত্রিকাকে জানান, তিনি যখন পণ্য নিয়ে বের হচ্ছিলেন, এ সময় ইউএনওর গাড়িচালক সেলিমকে টিসিবির প্যাকেজ পণ্য নিয়ে যেতে দেখেন। যেখানে এলাকার অতিদরিদ্র মানুষ টিসিবি পণ্য নিতে পারছে না, সেখানে একজন সরকারি চাকরিজীবী, সচ্ছল ব্যক্তি কীভাবে এই পণ্য নেন সেটি তাঁর প্রশ্ন। 

সদর ইউনিয়নের টিসিবি পণ্যের ডিলার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও মহোদয়ের ড্রাইভার মাঝে মাঝেই পণ্য নিয়ে যান। আজ একটি কার্ড দেখিয়ে দুই লিটার সয়াবিন তেল, এক কেজি করে ছোলা, চিনি ও দুই কেজি ডালের প্যাকেজ তুলে নিয়েছে। আমাকে কার্ড দেখালে আমি পণ্য দিতে বাধ্য।’ 

এ ঘটনায় ইউএনওর গাড়িচালক সেলিম খোন্দকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে টিসিবি পণ্য উত্তোলনের কথা অস্বীকার করেন। তবে পণ্য উত্তোলনের প্রমাণ থাকার কথা বললে তিনি বলেন, ‘আমি এখন গাড়িতে। বালিয়াকান্দি এসে দেখা করছি।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। শোনার সঙ্গে সঙ্গে আমি তাঁকে ডেকেছিলাম। অভিযোগের সত্যতা মেলায় তাঁকে পণ্য ফেরতের নির্দেশ প্রদান করেছি এবং আজ থেকে কাজে না আসার জন্য বলা হয়েছে। ড্রাইভার সেলিম যে কার্ডটি দিয়ে পণ্য উত্তোলন তা নিজের নামে না।’ 

ইউএনও আরও বলেন, ‘পাশাপাশি আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ডিলারকেও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা প্রতিটি কাগজপত্র দেখেশুনে পণ্য বিতরণ করেন।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে