নির্মাতা চয়নিকা চৌধুরীকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাঁকে নিয়ে যায় ডিবি।
জানা গেছে, একটি টেলিভিশনের অনুষ্ঠানে ছিলেন চয়নিকা। নিচেই অপেক্ষা করছিল পুলিশের একটি দল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পর তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার আজকের পত্রিকাকে বলেন, এখনো আটক বা গ্রেপ্তার বলার মতো সময় হয়নি। হেফাজতে নেওয়া হয়েছে। নায়িকা পরিমনির অবৈধ কাজের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি। তাঁকে নিয়ে অভিযান চলছে।
উল্লেখ্য, মাদক মামলায় গ্রেপ্তার অভিনেত্রী পরীমণি চার দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলাটি আজ শুক্রবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। চয়নিকার পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সম্পতি তাঁদের একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি চলছিল।