হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. ইদ্রিস আলী নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনায় সাটুরিয়া থানায় অভিযোগ দিয়েছেন পরিবারের সদস্যরা।

অপহৃত মো. ইদ্রিস আলী সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মো. নজর আলীর ছেলে। তিনি ভুট্টা ও ধানের ব্যবসা করেন। এ ছাড়া মাহেন্দ্র গাড়ি দিয়ে বিভিন্ন স্থানে মালামাল আনা-নেওয়া করতেন।

পরিবার জানায়, মো. ইদ্রিস আলী গত শনিবার সন্ধ্যায় দেড় লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

স্থানীয়দের ধারণা, অপহরণকারীরা ইদ্রিস আলীকে নেশাজাতীয় কোনো পদার্থ খাইয়ে ভাটারা বাজার বা এর আশপাশের এলাকা থেকে অপহরণ করতে পারে।

ভুক্তভোগীর স্ত্রী নিপা আক্তার জানান, অপহরণকারীরা রোববার তিনবার ফোন দিয়ে ৮ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাঁর স্বামীকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। একইভাবে আজ (সোমবার) অপহরণকারীরা ফোন দিয়ে বলে, টাকা জোগাড় হয়েছে কি না। পুলিশ, সাংবাদিকদের জানালে তাঁর স্বামীর লাশ পাঠিয়ে দেব বলে হুমকি দেয়।

নিপা বলেন, ‘মুক্তিপণের টাকা কোথায় দেব জানতে চাইলে তারা ব্যাংকের মাধ্যমে টাকা দিতে বলে। অপহরণকারীরা বারবার আমার স্বামীর মোবাইল দিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছে।’

এ বিষয়ে সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি।’ অপহরণকারীদের প্রযুক্তির মাধ্যমে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট