হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় ডেঙ্গুর ১৭ হটস্পটে ওষুধ ছিটানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ১৭টি জায়গাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে আগামীকাল সোমবার থেকে সেসব এলাকায় মশা মারার ওষুধ ছিটাতে ঢাকার সিটি করপোরেশনের মেয়রদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনকে আমলে নিয়ে তিনি আজ রোববার সচিবালয়ে এক জরুরি বৈঠকে এই নির্দেশ দেন।

রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা এবং মোহাম্মদপুরকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে সোমবার থেকে সেসব এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দেন মন্ত্রী।

ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে তাজুল বলেন, তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সেই তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনের কার্যক্রম তদারকিতে আমরা এবারও একটি সেল গঠন করেছি।

মন্ত্রী জানান, সিটি করপোরেশনে জনবলের সমস্যা থাকলে তা পূরণের ব্যবস্থা করা হবে। আউটসোর্সিংয়ের দরকার হলে তারও ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোর যদি টাকার দরকার হয় মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। মশক নিধনের ওষুধের মজুত আছে, এবার ওষুধের কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।

হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের নাম-ঠিকানা সরবরাহ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। সেই ঠিকানা ধরে ডেঙ্গু রোগীদের বাসা বা আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ