হোম > সারা দেশ > ঢাকা

প্রতারণার মামলা: যুব মহিলা লীগ নেত্রী মিম ও তাঁর স্বামীর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলা পাবনা জেলা যুব মহিলা লীগের নেত্রী মিম খাতুন ওরফে আফসানা মিম ও তাঁর স্বামী ওবায়দুল্লাহকে জামিন দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার দুজনকে জামিন দেন।

বিকেলে এক দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. রোমেন মিয়া তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন।

এ সময় মামলার বাদী মনিরুজ্জামান বাবু আদালতের হাজির ছিলেন। আসামিরা আদালতের কাছে আপসের শর্তে জামিন চান। বাদী আদালতকে বলেন, আসামিদের আপসের শর্তে জামিন দিলে তাঁর আপত্তি নেই। পরে আদালত প্রত্যেককে জামিন দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. সেলিম জামিনের বিষয় নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তিকে দুলাভাই হিসেবে মামলার বাদী মনিরুজ্জামানের সঙ্গে পরিচয় করে দেন মিম। পরে বিভিন্ন সময়ে ব্যবসার কথা বলে ১৩ লাখ ১৭ হাজার টাকা নেন মিম ও ওবায়দুল্লাহ। বিশ্বাস করে দলিল ছাড়া লেনদেন হলেও পরে দলিল করতে চাইলে তাঁরা টালবাহানা শুরু করেন।

পাওনা টাকা ফেরত দেবেন না বলে হুঁশিয়ারি দেন এবং তাঁকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেখান।
এ ঘটনায় আটঘড়িয়া উপজেলার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান বাবু বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেন।

এ মামলার পর গত বুধবার সকালে এই দম্পতিকে পাবনা সদর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার একদিনের রিমান্ডে নেওয়া হয়।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন