হোম > সারা দেশ > ঢাকা

হিরো আলমের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বনানী থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়, গত ১৭ জুলাই ঢাকা ১৭ আসনের সংসদ নির্বাচন চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছিলেন। বেলা পৌনে ৪টার সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় ১৫ থেকে ২০ জন বিবাদী বেআইনি জনতাবদ্ধ হয়ে হিরো আলমকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে হিরো আলমের ওপর আক্রমণ চালায় তারা। তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। 

হত্যার উদ্দেশ্যে মারধর করায় হিরো আলমের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়। একপর্যায়ে একজন হিরো আলমের শার্টের কলার চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। একজন তলপেটে লাথি মারে। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী ও মামলার বাদী এবং অপর ব্যক্তিগত সহকারী পরাণ সরকার রাজীব খন্দকার রনি ও আলামিনকেও মারপিট করে নীলা ফুলা জখম করে। পরে তারা সেখান থেকে দৌড়ে রক্ষা পান। 

এদিকে ওই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সাতজন হলেন কাজী (২৮), বিল্লাল হোসেন (৩১), মাহমুদ হাসান মেহেদী (২৭), জাহিদ খান (২৭), আশিক সরকার (২৭), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। 

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারদের আদালতে হাজির করা হচ্ছে। থানা থেকে জানানো হয়েছে আসামিদের নিয়ে পুলিশ ভ্যান রাস্তায় আছে।’ 

এসআই জালাল আরও বলেন, মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে শুনানি হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট