হোম > সারা দেশ > ঢাকা

রোবেল পারভেজের মৃত্যু: জাবিতে এখনো আটক সেলফি পরিবহনের ১৫ বাস

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র রোবেল পারভেজের নিহত হওয়ার ঘটনায় এখনো আটক রয়েছে সেলফি পরিবহনের ১৫ বাস। চারদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো আটকে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবি, রোবেল পারভেজের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বাস ছাড়া হবে না। পরিবহন মালিকদের সঙ্গে তিন দফায় আলোচনা হয়েছে কিন্তু তারা সহযোগিতার মনোভাব দেখায়নি। তারা মাত্র তিন লাখ টাকা দিতে চেয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮ ব্যাচের ছাত্র অনিক বলেন, ‘প্রথমে ২৫টি বাস আটক ছিল। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ১০টি বাস ছেড়ে দেওয়া হয়। এখন আটক আছে ১৫টি বাস। এগুলো ছেড়ে দিলে কোনোরকম একটা ক্ষতিপূরণ দিয়ে মালিকপক্ষ পার পেয়ে যাবে, আমরা সেটা চাই না। আমরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি এবং মালিকপক্ষকে সেটাই দিতে হবে, না দিলে বাসও ছাড়া হবে না। ক্ষতিপূরণের পাশাপাশি যে চালক ওই গাড়িতে ছিল তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি আছে।’ 

সর্বশেষ গতকাল শনিবার রাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষ। তবে দাবি পূরণে অস্বীকৃতি জানিয়েছে সেলফি পরিবহন কর্তৃপক্ষ। 

এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চাচ্ছে। আমরা তিন লাখ টাকা দিতে রাজি হয়েছি। গতকাল শনিবার আমাদের একজন মালিক আলোচনায় গিয়েছিল কিন্তু সমাধান হয়নি। এখন আইনের আশ্রয় নেওয়ার চিন্তা করছি আমরা।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সব দিক বিবেচনা করে, সবার সঙ্গে আলোচনা করে ওই পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ তিন লাখ টাকা দিতে রাজি হয়েছে। গতকালের আলোচনায়ও বিষয়টি সমাধান হয়নি। সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’ 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় ছিলেন রুবেল পারভেজ। এ সময় সেলফী পরিবহনের বাস রোবেলসহ দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রুবেল পারভেজ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির