হোম > সারা দেশ > ঢাকা

রোবেল পারভেজের মৃত্যু: জাবিতে এখনো আটক সেলফি পরিবহনের ১৫ বাস

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্র রোবেল পারভেজের নিহত হওয়ার ঘটনায় এখনো আটক রয়েছে সেলফি পরিবহনের ১৫ বাস। চারদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো আটকে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবি, রোবেল পারভেজের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বাস ছাড়া হবে না। পরিবহন মালিকদের সঙ্গে তিন দফায় আলোচনা হয়েছে কিন্তু তারা সহযোগিতার মনোভাব দেখায়নি। তারা মাত্র তিন লাখ টাকা দিতে চেয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮ ব্যাচের ছাত্র অনিক বলেন, ‘প্রথমে ২৫টি বাস আটক ছিল। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ১০টি বাস ছেড়ে দেওয়া হয়। এখন আটক আছে ১৫টি বাস। এগুলো ছেড়ে দিলে কোনোরকম একটা ক্ষতিপূরণ দিয়ে মালিকপক্ষ পার পেয়ে যাবে, আমরা সেটা চাই না। আমরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি এবং মালিকপক্ষকে সেটাই দিতে হবে, না দিলে বাসও ছাড়া হবে না। ক্ষতিপূরণের পাশাপাশি যে চালক ওই গাড়িতে ছিল তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি আছে।’ 

সর্বশেষ গতকাল শনিবার রাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষ। তবে দাবি পূরণে অস্বীকৃতি জানিয়েছে সেলফি পরিবহন কর্তৃপক্ষ। 

এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চাচ্ছে। আমরা তিন লাখ টাকা দিতে রাজি হয়েছি। গতকাল শনিবার আমাদের একজন মালিক আলোচনায় গিয়েছিল কিন্তু সমাধান হয়নি। এখন আইনের আশ্রয় নেওয়ার চিন্তা করছি আমরা।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সব দিক বিবেচনা করে, সবার সঙ্গে আলোচনা করে ওই পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ তিন লাখ টাকা দিতে রাজি হয়েছে। গতকালের আলোচনায়ও বিষয়টি সমাধান হয়নি। সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’ 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় ছিলেন রুবেল পারভেজ। এ সময় সেলফী পরিবহনের বাস রোবেলসহ দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রুবেল পারভেজ ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট