হোম > সারা দেশ > ঢাকা

কর্মবিরতিতে ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা 

ঢামেক প্রতিবেদক

গত সোমবার রাজধানীর শহীদ মিনারে মারধরের শিকার হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. এ কে এম সাজ্জাদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তাঁকে মারধর করা হয়। এ ঘটনার ৪৮ ঘণ্টা পেরোলেও হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রতিবাদে ঢামেক হাসপাতালের প্রায় ২০০ জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি পালন করছেন। 

আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মহিউদ্দিন জিলানী এ তথ্য নিশ্চিত করেন। 

মহিউদ্দিন জিলানী বলেন, ‘আমাদের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসাইনকে শহীদ মিনারে মারধরের ঘটনায় আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এই সময়ের মধ্যে হামলাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলাম। কিন্তু ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও এই ব্যাপারে পুলিশ কোনো কিছুই করেনি। তাই আগের কর্মসূচি অনুযায়ী আমরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার থেকে প্রায় ২০০ ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে আছি।’ 

মহিউদ্দিন জিলানী আরও বলেন, ‘আমাদের দাবি ছিল আমাদের ওই চিকিৎসককে যারা মারধর করেছে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা। এছাড়া ভবিষ্যতে শহীদ মিনার এলাকায় এমন ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করা। এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।’ 

এদিকে হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, হাসপাতালের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে যাবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা সর্বাত্মকভাবে তাঁদের বোঝানোর চেষ্টা করছি। তবে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না।’ 

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ‘ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় এখনো কেউ শনাক্ত হয়নি। ইন্টার্নদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যর ডিজি সবাই আলোচনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে।’ 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। তাঁদের পক্ষ থেকে একটা জিডি হয়েছে। তাঁদেরকে অনেক ছবি দেখানো হয়েছে। তাঁরা শনাক্ত করতে পারেনি। আমরা অনেকটাই অগ্রসর হয়েছি। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।’ 

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি