হোম > সারা দেশ > ঢাকা

সাভার পৌরসভায় দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে পাকা রাস্তা ও ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগে পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে দুদকের সহকারী পরিচালক আরিফ আহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আরিফ আহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘পাকা রাস্তা ও ড্রেন নির্মাণে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশে আজ সাভার পৌরসভায় অভিযান চালানো হয়। এ সময় নথি ঘেঁটে দেখা যায়, সিকদার কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠা একটি প্যাকেজে ১ কোটি ৮৪ লাখ টাকার কাজ করছে। ওই প্যাকেজে রেডিও কলোনি মহল্লায় ড্রেন নির্মাণ, রাজাসন এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ এবং গেন্ডা এলাকায় ড্রেন নির্মাণের কাজ রয়েছে।’

আরিফ আহাম্মদ আরও বলেন, ‘রেডিও কলোনি মহল্লার ড্রেন নির্মাণে পুরোটাই অনিয়ম হয়েছে। সেখানে অনিয়মের চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে। রডের ডাবল জালি দিয়ে ড্রেন নির্মাণ করার কথা থাকলেও দেওয়া হয়েছে সিঙ্গেল জালি। কিন্তু বাকি তিনটি কাজ খতিয়ে দেখা যায়নি। কারণ, এসব কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে আমার ধারণা, এসব কাজেও অনিয়ম হয়েছে, যা খতিয়ে দেখার পর প্রমাণ মিলবে।’

তিনি বলেন, ‘এসব অনিয়ম অর্থ আত্মসাৎসহ ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। যার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে নিয়মিত মামলা হতে পারে। তবে অনিয়মের বিষয়গুলো প্রতিবেদন আকারে কমিশনকে জানানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহকারী পরিচালক আরিফ আহাম্মদ বলেন, ‘সাভার পৌর এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা মানা না হলে তা-ও ভালো অনিয়ম এবং ফৌজদারি অপরাধ। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরিফ আহাম্মদ ছাড়াও দুদকের উপসহকারী পরিচালক অমিজিৎ সাহা ও উপসহকারী পরিচালক বিলকিস বানু অভিযানে অংশ নেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির