হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুই পক্ষের আইনজীবীদের ফের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আজ বৃহস্পতিবারও আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি-ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার পর এ ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষ একে অপরকে উদ্দেশ করে নানা স্লোগান দেন। পরে তারা দুই গ্রুপ পাশাপাশি অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দেয়। 

একদল ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকে। অন্য পক্ষও পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে তুমুল উত্তেজনা তৈরি হয়। তবে আজও বিপুল সংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি পন্থী আইনজীবীরা। তাঁরা সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে করণীয় থাকলে করবেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবী মুখোমুখি অবস্থানের ফলে বুধবার সারা দিন পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পুলিশের হামলায় সাংবাদিকসহ বিএনপির অনেক আইনজীবী আহত হন। আহত হন এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর