হোম > সারা দেশ > ঢাকা

কাজের স্বীকৃতিতে প্রশংসাপত্র পেলেন ৭ সেনাসদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে সাতজন সেনাসদস্যের মধ্যে প্রশংসাপত্র হস্তান্তর ও ‘ইনসিগনিয়া’ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রোববার ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই কর্মসূচি হয়। 

 ২০২২-২০২৩ অর্থ বছরে সেনাসদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার পাওয়া ১৪ জন সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান। 

সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া পাওয়ার জন্য বিবেচনা করা হয়। 

এ ছাড়া, বাংলাদেশ সরকারের বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার দেওয়া হয়। 

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, ‘অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উঁচু মনোবল, কর্মস্পৃহা সবার জন্য পাথেয়।’ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এই ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা দেন। 

বাংলাদেশ সরকারের বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে এ বছর ২৬০ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার পেয়েছেন। 

ওই অনুষ্ঠানে সেনাসদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা ও বিভিন্ন সৈনিক উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট