হোম > সারা দেশ > ঢাকা

কাজের স্বীকৃতিতে প্রশংসাপত্র পেলেন ৭ সেনাসদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে সাতজন সেনাসদস্যের মধ্যে প্রশংসাপত্র হস্তান্তর ও ‘ইনসিগনিয়া’ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রোববার ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই কর্মসূচি হয়। 

 ২০২২-২০২৩ অর্থ বছরে সেনাসদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার পাওয়া ১৪ জন সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান। 

সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া পাওয়ার জন্য বিবেচনা করা হয়। 

এ ছাড়া, বাংলাদেশ সরকারের বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার দেওয়া হয়। 

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, ‘অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উঁচু মনোবল, কর্মস্পৃহা সবার জন্য পাথেয়।’ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এই ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা দেন। 

বাংলাদেশ সরকারের বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে এ বছর ২৬০ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার পেয়েছেন। 

ওই অনুষ্ঠানে সেনাসদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা ও বিভিন্ন সৈনিক উপস্থিত ছিলেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১