হোম > সারা দেশ > ঢাকা

কাজের স্বীকৃতিতে প্রশংসাপত্র পেলেন ৭ সেনাসদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে সাতজন সেনাসদস্যের মধ্যে প্রশংসাপত্র হস্তান্তর ও ‘ইনসিগনিয়া’ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রোববার ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই কর্মসূচি হয়। 

 ২০২২-২০২৩ অর্থ বছরে সেনাসদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার পাওয়া ১৪ জন সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান। 

সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া পাওয়ার জন্য বিবেচনা করা হয়। 

এ ছাড়া, বাংলাদেশ সরকারের বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার দেওয়া হয়। 

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, ‘অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উঁচু মনোবল, কর্মস্পৃহা সবার জন্য পাথেয়।’ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এই ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা দেন। 

বাংলাদেশ সরকারের বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে এ বছর ২৬০ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার পেয়েছেন। 

ওই অনুষ্ঠানে সেনাসদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা ও বিভিন্ন সৈনিক উপস্থিত ছিলেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে