হোম > সারা দেশ > ঢাকা

চতুর্থ দিনে কমলাপুর থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার চতুর্থ দিন এসে বিলম্বে স্টেশন ছেড়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো। এতে করে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকায় ঢুকতে দেরি করায় ছাড়তে দেরি হচ্ছে। 

আজ মঙ্গলবার ধূমকেতু, নীলসাগর ও সুন্দরবন আন্তনগর তিনটি ট্রেনই দুই ঘণ্টা দেরি করে ঢাকা স্টেশন ত্যাগ করেছে। তবে এখন পর্যন্ত স্টেশনে শৃঙ্খলা বজায় আছে। যদিও ধারণা করা হচ্ছে, রাতে ও আগামীকাল ভিড় বাড়তে পারে। 

দিনের প্রথম আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাজশাহীর উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। নীলসাগর এক্সপ্রেসের ৬টা ৪০ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২ ঘণ্টা ৯ মিনিট বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল ৮টা ১৭ মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস ৮টা ১৫ মিনিট ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে ৯টা ১০ মিনিটে। 

এদিকে ঢাকায় দেরি করে ট্রেন আসায় তা ঠিকভাবে পরিষ্কার না করেই আবার ছেড়ে দেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এতে ট্রেনের বাথরুমগুলো নোংরা থেকে যাচ্ছে। 

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী আফজাল হোসেন বলেন, সকালে স্টেশনে এসে দেখি কোনো ট্রেন নেই, এর দুই ঘণ্টা পর ট্রেন এলেও তা পরিষ্কার করা হচ্ছে না। অপরিষ্কার ট্রেনেই উঠতে হচ্ছে।

টানা তিন দিন সময় ধরে রাখতে পারলেও চতুর্থ দিন এসে এমন বিলম্বে ট্রেন ছাড়ার কারণে ভোগান্তিতে আছে যাত্রীরা। 

নীলসাগর এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘সময়ের আধা ঘণ্টা আগেই চলে এসেছিলাম। তবে প্রায় দুই ঘণ্টা বসে আছি, এখনো ট্রেনের দেখা নেই।’ 

যাত্রীরা বলেন, ঈদযাত্রার প্রথম দিন থেকে সব ভালোই ছিল। আজ এসে সব এলোমেলো। 

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, ‘আমাদের এখান থেকে ট্রেন বিলম্বে ছাড়ার কোনো কারণ নেই। ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনে আসতে বিলম্ব করছে। তাই ছাড়তেও বিলম্ব করছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন