হোম > সারা দেশ > ঢাকা

চতুর্থ দিনে কমলাপুর থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার চতুর্থ দিন এসে বিলম্বে স্টেশন ছেড়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো। এতে করে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকায় ঢুকতে দেরি করায় ছাড়তে দেরি হচ্ছে। 

আজ মঙ্গলবার ধূমকেতু, নীলসাগর ও সুন্দরবন আন্তনগর তিনটি ট্রেনই দুই ঘণ্টা দেরি করে ঢাকা স্টেশন ত্যাগ করেছে। তবে এখন পর্যন্ত স্টেশনে শৃঙ্খলা বজায় আছে। যদিও ধারণা করা হচ্ছে, রাতে ও আগামীকাল ভিড় বাড়তে পারে। 

দিনের প্রথম আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাজশাহীর উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। নীলসাগর এক্সপ্রেসের ৬টা ৪০ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২ ঘণ্টা ৯ মিনিট বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল ৮টা ১৭ মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস ৮টা ১৫ মিনিট ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে ৯টা ১০ মিনিটে। 

এদিকে ঢাকায় দেরি করে ট্রেন আসায় তা ঠিকভাবে পরিষ্কার না করেই আবার ছেড়ে দেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এতে ট্রেনের বাথরুমগুলো নোংরা থেকে যাচ্ছে। 

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী আফজাল হোসেন বলেন, সকালে স্টেশনে এসে দেখি কোনো ট্রেন নেই, এর দুই ঘণ্টা পর ট্রেন এলেও তা পরিষ্কার করা হচ্ছে না। অপরিষ্কার ট্রেনেই উঠতে হচ্ছে।

টানা তিন দিন সময় ধরে রাখতে পারলেও চতুর্থ দিন এসে এমন বিলম্বে ট্রেন ছাড়ার কারণে ভোগান্তিতে আছে যাত্রীরা। 

নীলসাগর এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘সময়ের আধা ঘণ্টা আগেই চলে এসেছিলাম। তবে প্রায় দুই ঘণ্টা বসে আছি, এখনো ট্রেনের দেখা নেই।’ 

যাত্রীরা বলেন, ঈদযাত্রার প্রথম দিন থেকে সব ভালোই ছিল। আজ এসে সব এলোমেলো। 

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, ‘আমাদের এখান থেকে ট্রেন বিলম্বে ছাড়ার কোনো কারণ নেই। ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনে আসতে বিলম্ব করছে। তাই ছাড়তেও বিলম্ব করছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু