হোম > সারা দেশ > ঢাকা

চতুর্থ দিনে কমলাপুর থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার চতুর্থ দিন এসে বিলম্বে স্টেশন ছেড়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো। এতে করে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকায় ঢুকতে দেরি করায় ছাড়তে দেরি হচ্ছে। 

আজ মঙ্গলবার ধূমকেতু, নীলসাগর ও সুন্দরবন আন্তনগর তিনটি ট্রেনই দুই ঘণ্টা দেরি করে ঢাকা স্টেশন ত্যাগ করেছে। তবে এখন পর্যন্ত স্টেশনে শৃঙ্খলা বজায় আছে। যদিও ধারণা করা হচ্ছে, রাতে ও আগামীকাল ভিড় বাড়তে পারে। 

দিনের প্রথম আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাজশাহীর উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। নীলসাগর এক্সপ্রেসের ৬টা ৪০ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ২ ঘণ্টা ৯ মিনিট বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় সকাল ৮টা ১৭ মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস ৮টা ১৫ মিনিট ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে ৯টা ১০ মিনিটে। 

এদিকে ঢাকায় দেরি করে ট্রেন আসায় তা ঠিকভাবে পরিষ্কার না করেই আবার ছেড়ে দেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এতে ট্রেনের বাথরুমগুলো নোংরা থেকে যাচ্ছে। 

ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী আফজাল হোসেন বলেন, সকালে স্টেশনে এসে দেখি কোনো ট্রেন নেই, এর দুই ঘণ্টা পর ট্রেন এলেও তা পরিষ্কার করা হচ্ছে না। অপরিষ্কার ট্রেনেই উঠতে হচ্ছে।

টানা তিন দিন সময় ধরে রাখতে পারলেও চতুর্থ দিন এসে এমন বিলম্বে ট্রেন ছাড়ার কারণে ভোগান্তিতে আছে যাত্রীরা। 

নীলসাগর এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘সময়ের আধা ঘণ্টা আগেই চলে এসেছিলাম। তবে প্রায় দুই ঘণ্টা বসে আছি, এখনো ট্রেনের দেখা নেই।’ 

যাত্রীরা বলেন, ঈদযাত্রার প্রথম দিন থেকে সব ভালোই ছিল। আজ এসে সব এলোমেলো। 

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, ‘আমাদের এখান থেকে ট্রেন বিলম্বে ছাড়ার কোনো কারণ নেই। ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনে আসতে বিলম্ব করছে। তাই ছাড়তেও বিলম্ব করছে।’

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ