হোম > সারা দেশ > মানিকগঞ্জ

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আ.লীগ নেতার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে সাটুরিয়া থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নেতা। 

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ বাজারে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগের নেতা থানায় লিখিত অভিযোগ করেন ওই দিন রাতেই। 

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বসির উদ্দিন ঠান্ডু, তাঁর ছেলে আরিফ ও ভাতিজা মাইনুল মল্লিক। 

থানার অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে হরগজ বাজারের রাজ্জাকের চায়ের দোকানে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান টিভিতে প্রধানমন্ত্রীর স্বপ্নের সেতু নিয়ে প্রচারিত সংবাদ দেখছিলেন। এমন সময় বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বসির উদ্দিন ঠান্ডু প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গালাগালি করতে থাকেন। তখন আবদুর রহমান প্রতিবাদ করলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও মাইনুল মল্লিক আওয়ামী লীগ নেতা আবদুর রহমানের ওপর হামলা চালান। পরে স্থানীয় নেতাদের সহায়তায় রক্ষা পান তিনি। 

এ বিষয়ে আবদুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বসির উদ্দিন ঠান্ডু গালাগালি করে। আমি প্রতিবাদ করলে আমার ওপর তার ছেলে আরিফ ও ভাতিজা মাইনুল মল্লিক হামলা চালায়। পরে স্থানীয় নেতাদের সহায়তায় রক্ষা পাই। এ ব্যাপারে ওই দিন রাতেই তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ করেছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।’ 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির