হোম > সারা দেশ > ঢাকা

ঘটনাস্থলে পুলিশের দেরিতে যাওয়ার বিষয়টি তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও ব্যবসায়ীদের সংঘর্ষের সময় ঘটনাস্থলে পুলিশ কেন দেরিতে গিয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে বলা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। সেখানে আহতদের খোঁজ নেওয়া শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী প্রথমে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে আইসিইউতে কানন চৌধুরীকে দেখতে যান। পরে ওয়ার্ডে ভর্তি থাকা রজব চৌধুরী নামে আরও এক শিক্ষার্থীর খোঁজ নেন। 

সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘সোমবার পুলিশ ঘটনাস্থলে ছিল। মঙ্গলবার পুলিশ দেরিতে গেছে। কেন এমনটা হয়েছে, তাও তদন্ত করে দেখা হবে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ঢামেকে দুজন শিক্ষার্থী ভর্তি আছে। তাঁরা ভালো আছে। দ্রুতই সুস্থ হয়ে উঠবে। সংঘর্ষ হলো অবাঞ্ছিত ঘটনা। নিউমার্কেটে নিজেদের মধ্যে বাগ বিতণ্ডা হয়েছে। কী করে ঢাকা কলেজ জড়িয়ে গেল। নাহিদ নামে একজন পথচারী মারা গেছে। কাজে যাওয়ার সময় আহত হয়েছিল। তার বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। রুটি রুজির জন্য কর্মস্থলে যাচ্ছিল সে। এটা দুঃখজনক।’ 

ডা. দীপু মনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসহ সাত কলেজের উপাচার্যের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীরা ঈদের ছুটিতে চলে যাবে। ব্যবসায়ীরাও কাজে ফিরে যাবে। শান্তিপূর্ণভাবে কাজ করবে। আর তদন্ত করে দেখা হবে কি উদ্দেশ্যে এটা হলো। যারা অরাজকতা সৃষ্টি করতে সক্রিয় হয়েছে, তাদের অবশ্যই শনাক্ত করা হবে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট