হোম > সারা দেশ > ঢাকা

ঘটনাস্থলে পুলিশের দেরিতে যাওয়ার বিষয়টি তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও ব্যবসায়ীদের সংঘর্ষের সময় ঘটনাস্থলে পুলিশ কেন দেরিতে গিয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে বলা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। সেখানে আহতদের খোঁজ নেওয়া শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী প্রথমে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে আইসিইউতে কানন চৌধুরীকে দেখতে যান। পরে ওয়ার্ডে ভর্তি থাকা রজব চৌধুরী নামে আরও এক শিক্ষার্থীর খোঁজ নেন। 

সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘সোমবার পুলিশ ঘটনাস্থলে ছিল। মঙ্গলবার পুলিশ দেরিতে গেছে। কেন এমনটা হয়েছে, তাও তদন্ত করে দেখা হবে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ঢামেকে দুজন শিক্ষার্থী ভর্তি আছে। তাঁরা ভালো আছে। দ্রুতই সুস্থ হয়ে উঠবে। সংঘর্ষ হলো অবাঞ্ছিত ঘটনা। নিউমার্কেটে নিজেদের মধ্যে বাগ বিতণ্ডা হয়েছে। কী করে ঢাকা কলেজ জড়িয়ে গেল। নাহিদ নামে একজন পথচারী মারা গেছে। কাজে যাওয়ার সময় আহত হয়েছিল। তার বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। রুটি রুজির জন্য কর্মস্থলে যাচ্ছিল সে। এটা দুঃখজনক।’ 

ডা. দীপু মনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসহ সাত কলেজের উপাচার্যের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীরা ঈদের ছুটিতে চলে যাবে। ব্যবসায়ীরাও কাজে ফিরে যাবে। শান্তিপূর্ণভাবে কাজ করবে। আর তদন্ত করে দেখা হবে কি উদ্দেশ্যে এটা হলো। যারা অরাজকতা সৃষ্টি করতে সক্রিয় হয়েছে, তাদের অবশ্যই শনাক্ত করা হবে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’