হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট বারে অন্তর্বর্তী কমিটি গঠন: সভাপতি খোকন, সম্পাদক কাজল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্বঘোষিত ফলাফল বাতিল করে অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি এবং বিএনপি–সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক করা হয়েছে এতে। 

আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তন সমিতির সাধারণ সদস্যদের তলবি সভায় এই অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে মোহাম্মদ হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, ট্রেজারার পদে রেজাউল করিম রেজা, সহসম্পাদক পদে মো. মাহফুজুর রহমান মিলন ও মো. আবদুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটিতে সদস্য পদে সৈয়দ ফজলে এলাহি অভি, এ বি এম ইব্রাহিম খলিল, ফাতেমা আক্তার, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুজ্জামান নজরুল, মহি উদ্দিন মো. হানিফ ও রাসেল আহম্মেদকে নির্বাচন করা হয়েছে। 

তলবি সভায় যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা সবাই গত নির্বাচনে বিএনপি–জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ছিলেন।

আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদীর সভাতিত্বে অনুষ্ঠিত তলবি সভার সিদ্ধান্তে বলা হয়, গত ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনার বিষয়টি পুরোপুরি ত্রুটিপূর্ণ, জালিয়াতিপূর্ণ এবং জোরপূর্বকভাবে বিজয়ী ঘোষণা করা হয়, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং সুপ্রিম কোর্টের ইতিহাসকে কলঙ্কিত করে। 

ওই ঘটনার সঙ্গে পুরোপুরি জড়িত ছিল তৎকালীন সরকারদলীয় সমর্থিত বেশ কিছু আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল অফিসের আইন কর্মকর্তারা। 

তলবি সভার সিদ্ধান্তে আরও বলা হয়, এটি প্রতীয়মান হয় যে নির্বাচনে প্রকৃত ভোট গণনা হয়নি। ভোট কারচুপির মাধ্যমে সম্পাদকসহ কমিটির ১০ জন সদস্য দীর্ঘদিন ধরে অনুপস্থিত এবং সমিতির কোনো কাজে অংশ গ্রহণ করছেন না। 

সুপ্রিম কোর্ট বারের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার জন্য ও ভবিষ্যতে সুপ্রিম কোর্ট বারের অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের জন্য পূর্ণাঙ্গ ও কার্যনির্বাহী কমিটির উপস্থিতি প্রয়োজন। তাই এই কমিটি অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবে এবং সমিতির ২০২৪-২৫ এর কার্যনির্বাহী কমিটি হিসেবে সব কার্যক্রম পরিচালনা করবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন