হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ভাসমান জনগোষ্ঠীকে টিকা দিচ্ছে ডিএনসিসি

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে ভাসমান জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকা দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিমানবন্দর ও রেলস্টেশনে আজ বুধবার সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেন, ‘ডিএনসিসিতে বসবাসরত যেসব জনগোষ্ঠীর কোনো প্রকার পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নেই, তাঁদের এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হচ্ছে। আজ দ্বিতীয় ও শেষ দিনের মতো এই কর্মসূচি চলছে। তবে যাঁরা টিকা নিচ্ছেন, তাঁদের কোনো কাগজ বা প্রমাণপত্র দেওয়া হচ্ছে না। তাঁরা কোনো সার্টিফিকেটও পাবেন না।’

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আজ ৫০০ ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। যদি বিকেল ৩টার পরও টিকার চাহিদা থাকে, তাহলে ৪টা থেকে ৫টা পর্যন্ত দেওয়া হবে। এ ছাড়া ডিএনসিসি এলাকায় যদি ভাসমান জনগোষ্ঠীর মধ্যে টিকার চাহিদা থাকে, তাহলে পরবর্তীতে এরূপ কার্যক্রম গ্রহণ করা হবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ