হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ভাসমান জনগোষ্ঠীকে টিকা দিচ্ছে ডিএনসিসি

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দরে ভাসমান জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকা দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিমানবন্দর ও রেলস্টেশনে আজ বুধবার সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নাইনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেন, ‘ডিএনসিসিতে বসবাসরত যেসব জনগোষ্ঠীর কোনো প্রকার পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নেই, তাঁদের এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হচ্ছে। আজ দ্বিতীয় ও শেষ দিনের মতো এই কর্মসূচি চলছে। তবে যাঁরা টিকা নিচ্ছেন, তাঁদের কোনো কাগজ বা প্রমাণপত্র দেওয়া হচ্ছে না। তাঁরা কোনো সার্টিফিকেটও পাবেন না।’

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আজ ৫০০ ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। যদি বিকেল ৩টার পরও টিকার চাহিদা থাকে, তাহলে ৪টা থেকে ৫টা পর্যন্ত দেওয়া হবে। এ ছাড়া ডিএনসিসি এলাকায় যদি ভাসমান জনগোষ্ঠীর মধ্যে টিকার চাহিদা থাকে, তাহলে পরবর্তীতে এরূপ কার্যক্রম গ্রহণ করা হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু