হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে মাটির ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফরহাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী জাকারিয়া (২২) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (২০ মে) সন্ধ্যার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুনালাই এলাকার মৃত জলিল উদ্দিনের ছেলে। আটককৃত জাকারিয়া একই এলাকার মজিবর রহমানের ছেলে।

জানা যায়, সন্ধ্যার দিকে গাঙ্গুটিয়া বাজারে ফরহাদ ও মিজানুর রহমান বাবু এক সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ওই সময়ে জাকারিয়া (২২) ও তার নেতৃত্বে অজ্ঞাত আরও দশ বারোজন লোক হাতুড়ি নিয়ে মাটি ব্যবসায়ী মতিউর রহমানকে মারতে আসে। এ সময় ফরহাদ হোসেন থামাতে গেলে হাতুড়ির বাড়ি তার মাথার পেছনে লেগে তিনি মাটিতে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মতিউর রহমান ও জাকারিয়ার মধ্যে মাটির ব্যবসা নিয়ে পূর্বে থেকেই বিরোধ ছিল। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জাকারিয়া নামে একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ