হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ির অনাবিল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ 

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ির অনাবিল হাসপাতালে ভুল চিকিৎসায় আল-আমীন (২৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের ডাক্তার ও মালিক পক্ষ পালিয়ে যায়। নিহতের স্বজনেরা হাসপাতালে এসে রাত সাড়ে ১০টার দিকে কর্মচারীদেরকে মারধর করে।

নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তেজখালী গ্রামে। তাঁর পিতার নাম দানা মিয়া। সে সৌদিপ্রবাসী ছিলেন। দেড় মাস পূর্বে দেশে আসেন। এক মাস পূর্বে বিয়ে করেন।

নিহতের বড় ভাই জুয়েল আহমেদ জানায়, তার ছোট ভাই আলামিনের নাকে পলিপাস হয়েছিল। তাকে চিকিৎসার জন্য অনাবিল হাসপাতালের ডাক্তার আবুল হাসানাতের সঙ্গে যোগাযোগ করি। ডাক্তারের পরামর্শ মতে বুধবার দুপুর দেড়টায় হাসপাতালে নিয়ে আসি। বেলা সাড়ে তিন টায় রসময় আলামিনের নাকে অপারেশনের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যান। সেখানে দীর্ঘ দেড় থেকে দুই ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় রোগীর স্বজনদের সন্দেহ হয়। যেখানে নাকের পলিপাস অপারেশনের জন্য সর্বোচ্চ ৩০ মিনিট লাগে। সেখানে এত সময়।

জুয়েল আহমেদ জানান, পরে রোগীর স্বজনেরা জোর করে অপারেশন থিয়েটারে ঢোকেন। এরপর ডাক্তার বলেন, রোগীর অবস্থা ভালো না। তাকে আইসিইউতে নিতে হবে। এ কথা বলে হাসপাতালে লোকজন অপারেশন থিয়েটার থেকে তাকে বের করেন। এ সময় রোগীর স্বজনরা দেখেন রোগীর পেট ফুলে গেছে। তখন তারা দেখেন রোগী শ্বাস নিচ্ছে না, মারা গেছেন। তারপরও হাসপাতালের লোকজন তাকে ধানমন্ডি রেনেসাঁ হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তার বলেন ওই হাসপাতালেই রোগী মারা গেছেন। 

নিহত আলামিনের স্ত্রী অনি আক্তার বলেন, আমার স্বামী সৌদিপ্রবাসী ছিল। দেড় মাস পূর্বে সে বাড়িতে আসেন। এক মাস হয়েছে আমাদের বিবাহ হয়েছে। তাঁর নাকে পলিপাস হয়েছিল। সেজন্য চিকিৎসার জন্য নিয়ে আসি। এনেস্থেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরে নাই। ডাক্তারের ভুল চিকিৎসায় সে মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনার বিষয়ে জানতে চিকিৎসক আবুল হাসানাত ও হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে পাওয়া যায়নি।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মফিজুল আলম বলেন, বিষয়টি জানতে পেরেছি। হাসপাতালে আমাদের লোক পাঠিয়েছে।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ