হোম > সারা দেশ > মাদারীপুর

অবৈধ ৮টি দোকান ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সদর উপজেলার মস্তফাপুর বাজারের ভেতর গড়ে ওঠা অবৈধ আটটি দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মস্তফাপুর বাজারের ভেতর চলাচলের জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন স্থানীয় আট ব্যক্তি। এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় বাজারের ভেতর গড়ে ওঠা স্থানীয় ওহাব মোল্লা, লাভলু খান, মজিবর মীর, রাজীব খান, ইব্রাহীম বেপারী, দিলিপ কর্মকার, দুলাল ঘোষ ও নেপাল মালোর অবৈধভাবে গড়ে ওঠা দোকান ভেঙে ফেলা হয়। প্রশাসনের উচ্ছেদের খবরের আগেই দোকানের মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা। 

মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর গিঞ্জি পরিবেশ তৈরি হয়। এ কারণে পথচারীদের হাঁটা চলায়ও বিঘ্ন ঘটে। 

এ ছাড়া আটটি দোকান নির্মাণ করায় পাশে থাকা প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি জানালা বন্ধ হয়ে যায়। এতে করে ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলো বাতাস প্রবেশ করত পারত না। তাই অভিযোগের ভিত্তিতে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন