হোম > সারা দেশ > ঢাকা

রেলওয়ে কর্মীদের কর্মবিরতি, ট্রেনের সিডিউল বিপর্যয়ে ভোগান্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা প্রদান বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় অতিরিক্ত কাজ করা বন্ধ করে দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফেরা। গত ২৩ জুলাই সকাল থেকে তারা সরকারি নিয়ম মাফিক ডিউটি পালন করে যাচ্ছেন আট ঘণ্টা। আর এতেই বিপাকে পড়েছে রেলওয়ে ও ভোগান্তিতে যাত্রীরা। রেলওয়ের লোকবল সংকট থাকায় খানিকটা বিলম্বের শিকার হচ্ছে ট্রেনগুলো। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে যেসব ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেসব প্রতিটি ট্রেনের ঢাকা স্টেশন ছাড়তে এক থেকে দেড় ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

সন্ধ্যা থেকে ঢাকা বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করেছেন নাজমুল হক। একপর্যায়ে গন্তব্যে না গিয়েই ফিরে এসেছেন ঢাকার বাসায়। 

নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটগামী উপবন এক্সপ্রেসের জন্য সাড়ে ৮টায় বিমানবন্দর স্টেশনে এসেছি। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত কোনো ট্রেনের দেখা পাইনি। এখানে এসে জেনেছি, সাড়ে ৭টার পর থেকে কোনো ট্রেন বিমানবন্দর স্টেশনে আসেনি। কখন আসবে জানিনা।’ 

নাজমুল হক বলেন, ‘বিমানবন্দর স্টেশনে যারা টিকিট বিক্রি করছেন তারা কোনো তথ্য জানাতে চান না। আবার বিক্রিত টিকিট ফেরত নিতে চাচ্ছিলেন না। তাই একপর্যায়ে বাধ্য হয়ে বাসায় ফিরে এসেছি।’ 

পরে ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সাড়ে ৭টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন ছাড়েনি। উপবন এক্সপ্রেস ছাড়ল ১১টা ১৫ মিনিটের দিকে। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ৯টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে এখনও (রাত সাড়ে ১১ টা) ছাড়েনি। 

সূত্র আরও জানায়, ১১টার আগে ঢাকায় থাকা কোনো ক্রুয়ের রেস্ট টাইম শেষ না হওয়াতে এমন হয়েছে। 

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রেলওয়ের রানিং স্টাফরা আল্টিমেটাম দিয়েছে ৮ ঘণ্টার বেশি কাজ করবে না। এ জন্য তাদের রেস্ট টাইম শেষ না হওয়াতে তারা ইঞ্জিনে উঠছে না। 

আফছার উদ্দিন আরো বলেন, আন্তঃনগর ট্রেনগুলো ছাড়বে। তবে ৩টি লোকাল ট্রেন আজ ঢাকা স্টেশন ছাড়বে না।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’