হোম > সারা দেশ > ঢাকা

রেলওয়ে কর্মীদের কর্মবিরতি, ট্রেনের সিডিউল বিপর্যয়ে ভোগান্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা প্রদান বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় অতিরিক্ত কাজ করা বন্ধ করে দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফেরা। গত ২৩ জুলাই সকাল থেকে তারা সরকারি নিয়ম মাফিক ডিউটি পালন করে যাচ্ছেন আট ঘণ্টা। আর এতেই বিপাকে পড়েছে রেলওয়ে ও ভোগান্তিতে যাত্রীরা। রেলওয়ের লোকবল সংকট থাকায় খানিকটা বিলম্বের শিকার হচ্ছে ট্রেনগুলো। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে যেসব ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেসব প্রতিটি ট্রেনের ঢাকা স্টেশন ছাড়তে এক থেকে দেড় ঘণ্টা বিলম্ব হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

সন্ধ্যা থেকে ঢাকা বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করেছেন নাজমুল হক। একপর্যায়ে গন্তব্যে না গিয়েই ফিরে এসেছেন ঢাকার বাসায়। 

নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটগামী উপবন এক্সপ্রেসের জন্য সাড়ে ৮টায় বিমানবন্দর স্টেশনে এসেছি। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত কোনো ট্রেনের দেখা পাইনি। এখানে এসে জেনেছি, সাড়ে ৭টার পর থেকে কোনো ট্রেন বিমানবন্দর স্টেশনে আসেনি। কখন আসবে জানিনা।’ 

নাজমুল হক বলেন, ‘বিমানবন্দর স্টেশনে যারা টিকিট বিক্রি করছেন তারা কোনো তথ্য জানাতে চান না। আবার বিক্রিত টিকিট ফেরত নিতে চাচ্ছিলেন না। তাই একপর্যায়ে বাধ্য হয়ে বাসায় ফিরে এসেছি।’ 

পরে ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সাড়ে ৭টার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন ছাড়েনি। উপবন এক্সপ্রেস ছাড়ল ১১টা ১৫ মিনিটের দিকে। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ৯টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলে এখনও (রাত সাড়ে ১১ টা) ছাড়েনি। 

সূত্র আরও জানায়, ১১টার আগে ঢাকায় থাকা কোনো ক্রুয়ের রেস্ট টাইম শেষ না হওয়াতে এমন হয়েছে। 

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রেলওয়ের রানিং স্টাফরা আল্টিমেটাম দিয়েছে ৮ ঘণ্টার বেশি কাজ করবে না। এ জন্য তাদের রেস্ট টাইম শেষ না হওয়াতে তারা ইঞ্জিনে উঠছে না। 

আফছার উদ্দিন আরো বলেন, আন্তঃনগর ট্রেনগুলো ছাড়বে। তবে ৩টি লোকাল ট্রেন আজ ঢাকা স্টেশন ছাড়বে না।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির