হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ডেমরায় নিজের ঘরে মিলল বিধবার অর্ধগলিত লাশ

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় শ্বশুরবাড়িতে নিজের ঘর থেকে মাহফুজা বেগম লিপি (৪৫) এক বিধবার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ঘরের সামনের কেচি গেট ও দরজা খোলা অবস্থায় পায় তারা। ওই নারীর মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় ছিল। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডেমরা থানা-পুলিশ।

আজ রোববার বিকেলে টিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের পাড়া ডগাইর নতুন পাড়া এলাকার ৫২৪ নম্বর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহতের প্রয়োজনীয় নমুনা সংগ্রহসহ জরুরি আলামত সংগ্রহ করেছে।

নিহতের ছোট বোন ফারজানা ও বাবা নূর মোহাম্মদ বলেন, ফারজানা ঢাকার মালিবাগ ও নূর মোহাম্মদ যাত্রাবাড়ী এলাকায় থাকেন। গত তিন দিন ধরে মৃত লিপি তাঁদের ফোন ধরছিলেন না। পরে আজ তাঁরা ডেমরায় এসে থানা-পুলিশকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন লিপি বিছানায় বালিশ চাপা অবস্থায় শোয়া।

নিহতের স্বজনেরা আরও বলেন, গত ১০-১২ বছর আগে লিপির স্বামী মারা যায়। তারপর থেকে সে একাই ওই বাড়িতে বসবাস করে আসছিল। তবে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। তাদের ধারণা- তারা জমি সংক্রান্ত এই বিরোধের কারণে লিপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে দেখা গেছে- নিচের ঘরের কেচিগেটসহ দরজা খোলা। মৃতের মুখের ওপর বালিশ চাপা দেওয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে ডেমরা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ