হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর সিয়াম (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজের জায়গা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।

এর আগে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয় ওই কিশোর। সিয়াম সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত জানে আলম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে অলিপুরা ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানায়। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার বেলা ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। তবে গতকাল নিখোঁজ ওই কিশোরের কোনো খোঁজ না মিললে আজ সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হয়। পরে আজ সকালে ঘটনাস্থল থেকেই আমরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন