হোম > সারা দেশ > ঢাকা

যমুনার সামনে জমায়েত ‘শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ’ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন জুলাই আন্দোলনে আহত কয়েকজন। ছবি: আজকের পত্রিকা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় আজ বেলা সাড়ে ৩টা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন তাঁরা। প্রায় ২০-৩০ জন আহত ব্যক্তি যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন। পরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ওই পথ ধরে যাওয়ার পথে বিক্ষোভকারীদের পাঁচ মিনিটের মধ্যে অবস্থান ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এ সময় সরকারকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান বিক্ষোভকারী।

বিক্ষোভে অংশ নেওয়া আহত ব্যক্তিরা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা চলবে না। সরকারকে সময় দেওয়া হয়েছে। আমরা যখন শহীদ মিনারে প্রোগ্রাম করলাম, তখন সরকার থেকে বলা হলো, তারা ঘোষণা দেবে। কিন্তু দীর্ঘদিন হলো তা দেয়নি। সবশেষ ৩০ কার্যদিবসের মধ্যে এই ঘোষণা দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো দেয়নি।’

তাঁরা জানান, কবে জুলাই সনদ ঘোষণা হবে, তাঁরা সেটা জানতে চান। বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থান হয়েছে, সেখানে এক মাসের মধ্যেই বিপ্লবকে স্বীকৃতি দেয়। কিন্তু এখন পর্যন্ত ২৪-এর বিপ্লবকেই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। যদি বিপ্লবকে স্বীকৃতি না দেয়, তাহলে মানুষ ভুলে যাবে। সেই জন্য জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

বিকেলে যমুনার সামনে দিয়ে যাওয়ার পথে গাড়ি থেকে নামেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় তিনি আহত ব্যক্তিদের যমুনার সামনে অবস্থান না করার অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন জুলাই আন্দোলনে আহত কয়েকজন। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভকারীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো স্লোগানে কাজ হবে না। ৫ মিনিট সময় দেব, ফোর্স দিয়ে চ্যাংদোলা করে বাসে উঠায়া দিয়ে আসব। বাকিটা কী করবেন, আপনাদের সিদ্ধান্ত। আমি এখানে বসতে দেব না।’

এ সময় এক বিক্ষোভকারী বলেন, ‘সরকার আমাদের পক্ষে নাই। আমাদের রক্তের ওপর সরকার দাঁড়ানো। আমাদের দুঃখ লাগে। আমাদের ফায়ার করে দেন। পাঁচ মিনিট সময় দেওয়ার দরকার নাই। উনি (ডিএমপি কমিশনার) এসে হুমকি দিচ্ছেন। নিয়ে যান আমাদের।’

এরপর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে সব প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করার কথা বলে সরে যাওয়ার অনুরোধ জানায় পুলিশ। এতেও অবস্থান করা ব্যক্তিরা সরে না যাওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের সরিয়ে দেয় পুলিশ।

ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। কিছু লোক আজ জড়ো হয়ে অবস্থান করেন। অবস্থান ছেড়ে দেওয়ার অনুরোধ করার পরও ছেড়ে না দেওয়ায় তাঁদের পুলিশ বাধ্য হয়ে সরিয়ে দেয়।

ডিএমপির বিজ্ঞপ্তি

এদিকে রাতে এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আজ সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সন্নিকটে কতিপয় ব্যক্তি বেআইনি সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করেন। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ উক্ত বেআইনি সমাবেশ শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তি মেনে চলার জন্য এবং বর্ণিত বিষয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হলো।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ