হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারে ভবনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৭

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি, মগবাজারের শরমা হাউসে গ্যাস বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট সাতজন।

এর আগে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢামেকে তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। পরে রাত পৌনে ১১টার দিকে ঢামেকে চিকিৎসাধীন স্বপন (৩৫) নামের একজনের মৃত্যুর খবর জানা যায়।

এ ছাড়া বড় মগবাজার ঢাকা কমিউনিটি হাসপাতালে একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল সুপারভাইজার স্বাধীন। শিশুটির নাম তাইয়েবা। তার বয়স ১৩ মাস। প্রাপ্তবয়স্ক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শাহপরান বলেন, দুর্ঘটনার পর আড়াই শ জনের মতো এসেছিলেন। তাঁদের মধ্যে ৬০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

নিহত ছয়জনের মধ্যে কমিউনিটি হাসপাতালে নিহত শিশুটির পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম জান্নাত, বয়স ৩০ বছর। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢামেকে মারা যাওয়া বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য বার্ন ইনস্টিটিউটে মারা যাওয়াদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানা গেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারে শরমা হাউজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই ঘটনার বিস্তারিত জানানো হবে।


অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ