বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়ার পরও একজনের নিয়োগ বাতিল করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিনকে ৫ জানুয়ারি নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে বুধবার নাফিসার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন।
নাফিসার নিয়োগ বাতিলের আদেশে কোনো কারণ দেখায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এই মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, ডিসি নাফিসা হিসেবে নিয়োগ পাওয়ার পর ছাত্রজীবনে তাঁর ছাত্রদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এ নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বেশ আলোচনা হয়। পরে তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।
২০২০ সালের জুলাইয়ে মেহেরপুরে ডিসি পদে নিয়োগ পাওয়ার পর ছাত্রদল-সংশ্লিষ্টতার অভিযোগে ওই সময়কার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলামের নিয়োগও বাতিল করেছিল সরকার।