হোম > সারা দেশ > ঢাকা

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু ১৫ মার্চ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু হবে আগামী ১৫ মার্চ। অনলাইনে আয়োজিত এ অলিম্পিয়াডে মোট তিনটি রাউন্ডে ৮টি ভিন্ন বিষয়ে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। আইটেসারেক্ট টেকনোলজিসের আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার প্রেসক্লাবে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনের প্রধান অতিথি ইউজিসির সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সবক্ষেত্রে ব্যবহার করে ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। আমাদের দক্ষ হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, এ ধরনের প্রতিযোগিতা যখন আয়োজন করা হয় এবং টেলিভিশন বা মিডিয়ায় প্রচার হয়, তখন শিক্ষার্থীরা অনুপ্রেরণা পায়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এখন যা শিখছে ২০ বছর পর কর্মক্ষেত্রে গেলে তার অনেক কিছুই আর কাজে আসবে না। তাই এখন কাজ করতে করতে শেখার সময়।

এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং ম্যাথমেটিকেসের অদ্যক্ষর নিয়ে স্টিম। এটি সমন্বিত শিক্ষা। এ সিস্টেমকে আরও জনপ্রিয় করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। 

অলিম্পিয়াডে প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে ২ লাখ টাকা, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপের জন্য যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য www.nationalsteamolympiad.com এ ভিজিট করতে হবে। এবারের ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য