রাজধানীর গ্রিন রোডের আরএস টাওয়ার নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুন লাগার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ১৪ তলাবিশিষ্ট আরএস টাওয়ারের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে গেছে এবং তারা কাজ করছে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি রাশেদ বিন খালিদ। এ ছাড়া কেউ হতাহত হয়েছেন কি না, সেটাও নিশ্চিত করে জানাতে পারেননি।
রাশেদ বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে।