হোম > সারা দেশ > ঢাকা

শাহজালাল বিমানবন্দরে চার্জার লাইটের ভেতর মিলল ২ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ব্যাটারির ভেতরে লুকানো অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের (ফ্লাইট জে-৯৫৩৩) এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম সজিব হোসেন।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন জানান, বিমানবন্দরে কাস্টমসের ‘ডি শিফট’ চলাকালে সজিব হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে নজরদারিতে রাখা হয়। তিনি ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে প্রবেশ করলে তাঁর ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ের সময় তাঁর ব্যাগে থাকা দুটি চার্জার লাইটের ব্যাটারির অভ্যন্তরে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। সন্দেহ আরও প্রবল হলে একাধিকবার স্ক্যান করা হয় এবং লুকানো স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত করা হয়।

পরবর্তী সময় কাস্টমস কর্মকর্তারা ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চার্জার লাইট দুটি ভেঙে ফেলেন। এর ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি স্বর্ণের পাত উদ্ধার করা হয়, যার মোট ওজন ২ কেজি ১০০ গ্রাম।

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে কাস্টমস কর্তৃপক্ষ কঠোর নজরদারি বজায় রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক