হোম > সারা দেশ > ঢাকা

শাহজালাল বিমানবন্দরে চার্জার লাইটের ভেতর মিলল ২ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ব্যাটারির ভেতরে লুকানো অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের (ফ্লাইট জে-৯৫৩৩) এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। আটক যাত্রীর নাম সজিব হোসেন।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন জানান, বিমানবন্দরে কাস্টমসের ‘ডি শিফট’ চলাকালে সজিব হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে নজরদারিতে রাখা হয়। তিনি ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে প্রবেশ করলে তাঁর ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ের সময় তাঁর ব্যাগে থাকা দুটি চার্জার লাইটের ব্যাটারির অভ্যন্তরে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। সন্দেহ আরও প্রবল হলে একাধিকবার স্ক্যান করা হয় এবং লুকানো স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত করা হয়।

পরবর্তী সময় কাস্টমস কর্মকর্তারা ব্যাগেজ কাউন্টারে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে চার্জার লাইট দুটি ভেঙে ফেলেন। এর ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি স্বর্ণের পাত উদ্ধার করা হয়, যার মোট ওজন ২ কেজি ১০০ গ্রাম।

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে কাস্টমস কর্তৃপক্ষ কঠোর নজরদারি বজায় রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ