হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এই পরাজয়কে পরাজয় মনে করি না: তৈমুর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 

ইভিএমের কারচুপিতে পরাজয় হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হেরে যাওয়া স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। যে কারণে এই পরাজয়কে ‘পরাজয়’ বলে মনে করছেন না তিনি। 

রোববার সন্ধ্যায় নাসিক নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৈমুর আলম এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘জনগণ আমাকে নির্বাচনে সর্বাত্মক সমর্থন দিয়েছে। সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। কিন্তু ইভিএমের কারচুপির জন্য আমার পরাজয় হয়েছে। এই পরাজয়কে আমি পরাজয় মনে করি না। আমি ভোটকেন্দ্রে জনগণের উপস্থিতি স্বতঃস্ফূ্র্ত মনে করি। কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই। ভেতরেও একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। নইলে এত ব্যবধান (ভোট) হতে পারে না।’ 

সদ্য নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিষয়ে মন্তব্য জানতে চাইলে তৈমুর বলেন, ‘আমি তাঁর বিষয়ে আগেও কিছু বলি নাই। এখনো কিছু বলব না। খেলা হয়েছে সরকার বনাম তৈমুর আলম।’ 

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নাসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী হন বিএনপির পদ হারানো নেতা তৈমুর। রোববার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে ৬৬ হাজার ৯৩১ ভোটে হেরে যান তৈমুর। 

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিএনপি থেকে অব্যাহতি পাওয়া এই নেতা বলেন, ‘রাজনীতি করতে দল লাগে না। তৈমুর আলম খন্দকারের পদ-পদবির দরকার নাই। তবে বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে আছে। এটা নিয়েই আমি মরতে চাই।’   
 
এর আগে বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার পর তৈমুর সাংবাদিকদের বলেন, ‘সরকার বা নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনো কারচুপি না হয়ে থাকলে জনগণের যেকোনো রায় মেনে নেব।’ 

ভোটের পরিবেশ সম্পর্কে এ সময় তৈমুর আলম বলেন, ‘গোলযোগ ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বিতর্কিত কিছু হয়েছে কি না, সেটা দেখতে হবে। কারণ ইভিএমের বিষয়ে আমাদের শঙ্কা আছে।’ 

তৈমুর অভিযোগ করেন, নির্বাচন চলাকালে তাঁর কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানি করা হয়েছে। নির্বাচনের দিন বিভিন্ন স্থান থেকে তৈমুর আলমের পক্ষের ৯ জন কর্মীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।  

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব