হোম > সারা দেশ > ঢাকা

‘জমি কিনতে বাসায় ডেকে মুক্তিপণ’ আদায় করত দম্পতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জমি কেনার নামে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক দম্পতি গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, এই দম্পতি জমি বিক্রেতা বা মধ্যস্থতাকারীদের আলোচনার জন্য ডেকে বাসায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন।

বিল্লাল নামে এক ভুক্তভোগীর মামলার পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মিরপুরের পাইকপাড়া থেকে মো. আব্দুল হালিম (৪৫) ও ইয়াসমিন আক্তার (৩২) নামে এই দুজনকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই দম্পতি জমি কিনবে বলে জমির বিক্রেতা বা মধ্যস্থতাকারীকে বাসায় ডেকে নেন। এরপর জিম্মি, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেয়। এর আগেও তাঁরা একবার একইভাবে প্রতারণা করে গ্রেপ্তার হয়েছিল।’

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, আব্দুল হালিম জমি কিনতে চাইলে বিল্লাল তাকে সিঙ্গাইর এলাকায় কৃষি জমি দেখান। জমি পছন্দ হয়েছে জানিয়ে বলেন, আনুষ্ঠানিকতা সারতে ঢাকার মিরপুরে মূল ক্রেতার সঙ্গে বসতে হবে। এরপর স্ত্রী ইয়াসমিনকে ক্রেতা সাজিয়ে ফোনে তাঁর সঙ্গে বিল্লালের আলাপ করিয়ে দেন।

পরে ক্রেতার সঙ্গে দেখা করতে বিল্লালকে ঢাকার মিরপুরের এক বাসায় ডাকা হয়। সেখানে যাওয়ামাত্রই কিছু বুঝে ওঠার আগেই চার জন লোক বিল্লালকে মারধর করে তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর সঙ্গে থাকা সাড়ে ৭ হাজার টাকা নিয়ে নেয়। পরে তাঁর বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

ওসি মোহম্মদ মহসীন বলেন, ‘এভাবে তাঁরা অপহরণ ও প্রতারণার সিন্ডিকেট গড়ে তুলেছেন।’

 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট