হোম > সারা দেশ > ঢাকা

‘জমি কিনতে বাসায় ডেকে মুক্তিপণ’ আদায় করত দম্পতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জমি কেনার নামে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক দম্পতি গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, এই দম্পতি জমি বিক্রেতা বা মধ্যস্থতাকারীদের আলোচনার জন্য ডেকে বাসায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন।

বিল্লাল নামে এক ভুক্তভোগীর মামলার পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মিরপুরের পাইকপাড়া থেকে মো. আব্দুল হালিম (৪৫) ও ইয়াসমিন আক্তার (৩২) নামে এই দুজনকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই দম্পতি জমি কিনবে বলে জমির বিক্রেতা বা মধ্যস্থতাকারীকে বাসায় ডেকে নেন। এরপর জিম্মি, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেয়। এর আগেও তাঁরা একবার একইভাবে প্রতারণা করে গ্রেপ্তার হয়েছিল।’

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, আব্দুল হালিম জমি কিনতে চাইলে বিল্লাল তাকে সিঙ্গাইর এলাকায় কৃষি জমি দেখান। জমি পছন্দ হয়েছে জানিয়ে বলেন, আনুষ্ঠানিকতা সারতে ঢাকার মিরপুরে মূল ক্রেতার সঙ্গে বসতে হবে। এরপর স্ত্রী ইয়াসমিনকে ক্রেতা সাজিয়ে ফোনে তাঁর সঙ্গে বিল্লালের আলাপ করিয়ে দেন।

পরে ক্রেতার সঙ্গে দেখা করতে বিল্লালকে ঢাকার মিরপুরের এক বাসায় ডাকা হয়। সেখানে যাওয়ামাত্রই কিছু বুঝে ওঠার আগেই চার জন লোক বিল্লালকে মারধর করে তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর সঙ্গে থাকা সাড়ে ৭ হাজার টাকা নিয়ে নেয়। পরে তাঁর বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

ওসি মোহম্মদ মহসীন বলেন, ‘এভাবে তাঁরা অপহরণ ও প্রতারণার সিন্ডিকেট গড়ে তুলেছেন।’

 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির