হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

গজারিয়ায় আগুনে পুড়ল মশার কয়েল তৈরির কারখানা

গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে গেছে একটি মশার কয়েল তৈরির কারখানা। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টেঙ্গারচর ভাটেরচরের নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারাখানা মালিক মো. আইয়ুব আলীর দাবি, আগুনে কারখানার অধিকাংশ কাঁচামাল পুড়ে গেছে।

এ ব্যাপারে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রঞ্জিত মল্লিক বলেন, ‘আজ সকালে সাড়ে আটটার দিকে মশার কয়েলের কারখানায় আগুন লাগে। আমরা খবর পাই প্রায় ৯টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।’ 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মেসার্স হাসান এন্টারপ্রাইজ নামের একটি মশা তৈরির কারখানায় আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। 

কারাখানার মালিক মো. আইয়ুব আলীর বলেন, ‘আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুনের কবল থেকে প্রায় এক লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, কারখানার অতিরিক্ত উত্তাপ থেকেই আগুন লেগেছে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল