হোম > সারা দেশ > ঢাকা

স্বামীকে ধরতে যাওয়ায় স্ত্রীর বঁটির কোপে তিন পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী নির্যাতন মামলার আসামি ধরতে গিয়ে বঁটির আঘাতে আহত হয়েছেন বাড্ডা থানার পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন পরিদর্শক (অপারেশনস) নূরে আলম মাসুম সিদ্দিকী, এসআই রাসেল পারভেজ ও এএসাআই আমির আফজাল। গ্রেপ্তার করা হয়েছে রাইসুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহেরাকে।

ওসি বলেন, ‘ভাটারা এলাকায় নারী নির্যাতন মামলার আসামি ধরতে গেলে তাঁর স্ত্রী পুলিশের ওপর হামলা করেন। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। তিন পুলিশ সদস্যকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা এখন সুস্থ।’ 

আহত পরিদর্শক নূরে আলম মাসুম বলেন, ‘রাইসুল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের নামে প্রতারণা, যৌতুক নেওয়ার ফাঁদ পেতে বসেছিলেন। তথ্য গোপন করে একাধিক বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। একপর্যায়ে নারী নির্যাতনের মামলা করেন এক স্ত্রী। মামলার আসামি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমন তথ্যে আমরা তাঁকে গ্রেপ্তারে ভাটারা থানা এলাকায় যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে রাইসুল ও তাঁর আরেক স্ত্রী আমাদের ওপর আক্রমণ করেন। আমরা এতে আহত হলেও রাইসুল ও তাঁর স্ত্রী তাহেরাকে গ্রেপ্তার করেছি।’

মাসুম বলেন, ‘তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ভাটারা থানায় আরেকটি মামলা হয়েছে।’

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২