হোম > সারা দেশ > ঢাকা

স্বামীকে ধরতে যাওয়ায় স্ত্রীর বঁটির কোপে তিন পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী নির্যাতন মামলার আসামি ধরতে গিয়ে বঁটির আঘাতে আহত হয়েছেন বাড্ডা থানার পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন পরিদর্শক (অপারেশনস) নূরে আলম মাসুম সিদ্দিকী, এসআই রাসেল পারভেজ ও এএসাআই আমির আফজাল। গ্রেপ্তার করা হয়েছে রাইসুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহেরাকে।

ওসি বলেন, ‘ভাটারা এলাকায় নারী নির্যাতন মামলার আসামি ধরতে গেলে তাঁর স্ত্রী পুলিশের ওপর হামলা করেন। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। তিন পুলিশ সদস্যকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা এখন সুস্থ।’ 

আহত পরিদর্শক নূরে আলম মাসুম বলেন, ‘রাইসুল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের নামে প্রতারণা, যৌতুক নেওয়ার ফাঁদ পেতে বসেছিলেন। তথ্য গোপন করে একাধিক বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। একপর্যায়ে নারী নির্যাতনের মামলা করেন এক স্ত্রী। মামলার আসামি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমন তথ্যে আমরা তাঁকে গ্রেপ্তারে ভাটারা থানা এলাকায় যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে রাইসুল ও তাঁর আরেক স্ত্রী আমাদের ওপর আক্রমণ করেন। আমরা এতে আহত হলেও রাইসুল ও তাঁর স্ত্রী তাহেরাকে গ্রেপ্তার করেছি।’

মাসুম বলেন, ‘তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ভাটারা থানায় আরেকটি মামলা হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু