হোম > সারা দেশ > ঢাকা

এভাবে হলে তো বিচারব্যবস্থা ভেঙে পড়বে: নুরের বক্তব্য প্রসঙ্গে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচারকদের নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের আদালত অবমাননার বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। তাঁর আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এ দিন ধার্য করেন।  

নির্দেশ অনুযায়ী আজ বুধবার আদালতে হাজির হন নুরুল হক নুর। তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। 

এদিন শুনানিতে এ জে মোহাম্মদ আলী বলেন, ‘রুল দিয়েছেন। তাঁকে (নূরুল হক) হাজির হতে বলা হয়েছিল। তিনি হাজির হয়েছেন।’ আদালত বলেন, ‘রুলে তাঁর বক্তব্যের কিছু অংশ কোটেশন আকারে আছে, দেখেছেন?’ মোহাম্মদ আলী বলেন, ‘মিসকোট করা হয়েছে, কিছু অসংগতি আছে। প্রতিবেদনে যে ভাষায় বর্ণনা করা হয়েছে, সেভাবে নয়। কনটেক্সটের (বক্তব্যের) বাইরে লিখেছে। প্রতিষ্ঠানকে (বিচার বিভাগ) টাচ করার ইনটেনশন ছিল না। ব্যাখ্যায় আমরা প্রকৃত বক্তব্য তুলে ধরব। আশা করি আপনারা অখুশি হবেন না।’ 

আদালত বলেন, ‘আমরাও চাই ভিন্ন হোক। কিন্তু এভাবে হলে তো বিচারব্যবস্থাই ভেঙে পড়বে। উনারা রাজনৈতিক নেতা। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন। আমরাও দেখতে চাই প্রকৃতপক্ষে কী ঘটেছে।’ 

মোহাম্মদ আলী বলেন, ‘একদিন আপনিও থাকবেন না, আমিও থাকব না। এই প্রতিষ্ঠান (আদালত) থাকবে।’ আদালত বলেন, ‘রাজনীতিবিদদের দায়িত্ব বেশি। রাজনীতিবিদ এমন কিছু বলবে না, যাতে জনগণ বিভ্রান্ত হয়।’ এ সময় জবাব দিতে তিন সপ্তাহ সময় আবেদন করেন মোহাম্মদ আলী। পরে আদালত আগামী ১৫ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেন। ওই দিন সকাল সাড়ে ১০টায় নুরুল হককে আবারও আদালতে হাজির হতে বলা হয়। 

এর আগে বিচারকদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নুরুল হক নুরকে গত ১৭ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ১৭ জানুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়। সে অনুযায়ী হাজির হন তিনি।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার