হোম > সারা দেশ > ঢাকা

সোমেশ্বরী নদীতে নৌকাডুবি, নিখোঁজের ২ দিন পর মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী রেখা আক্তারের (১৭) মরদেহ দুই দিন পর পাওয়া গেছে। আজ শনিবার সকালে মরদেহটি পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি খালে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকা ডুবে নিখোঁজ হয় রেখা। 

নিহত রেখা আক্তার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া এলাকার মহরম মিয়ার মেয়ে। সে কেরনখলা মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটে যাচ্ছিল। নৌকাটি কেরনখলা ঘাট থেকে রওনা করে সামনে কিছু দূর যাওয়ার পর ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে পারলেও রেখা নিখোঁজ হয়। এর পরই ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। কিন্তু দুই দিনের অভিযানেও খোঁজ মেলেনি নিখোঁজ রেখার। আজ শনিবার ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি খালে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। 

ডুবে যাওয়া নৌকার যাত্রী সোহেল রানা বলেন, ‘ছোট নৌকায় বেশি যাত্রী নিয়েছিল চালক। তখন আমি বেশি লোকজন নৌকায় ওঠানোর কথা নিষেধ করলেও শোনেনি। এরপর কিছুটা সামনে যেতেই নৌকার নিচে ভাঙা দিয়ে পানি উঠতে থাকে এবং ডুবে যায়।’ 

দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু বলেন, ‘আজ সকালে শ্যামনগর এলাকার একটি বিলের পাশে রেখার লাশের খোঁজ মেলে। এটিই রেখার লাশ বলে নিশ্চিত হওয়া গেছে। সেখানে থেকে তার লাশ আনা হচ্ছে।’ 

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব, আজ সকালে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কয়লাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের খাল থেকে নিখোঁজ ছাত্রী রেখা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর