হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পা ছুঁয়ে দোয়া নিলেন আইভী, সব সময় পাশে থাকার আশ্বাস তৈমুরের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারের  বাসায় গিয়ে তাঁর কাছ থেকে দোয়া নিয়েছেন। 

আজ সোমবার বিকেলে তৈমুর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তৈমুরের পা ছুঁয়ে দোয়া নেন আইভী। তৈমুর আলম খন্দকারও তাঁকে বুকে জড়িয়ে নেন। সে সময় চাচা-ভাতিজির মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়। 

নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘বিজয়ী হওয়ার জন্য আমি আইভীকে মোবারকবাদ জানাই। তাঁর সঙ্গে আমার যে সম্পর্ক, এটা আত্মিক ও আন্তরিক। আমি যেখানেই থাকি, আলী আহাম্মদ চুনকা ও তাঁর পরিবারের জন্য দোয়া করি। যখনই হাত তুলি, তখনই তাঁর জন্য দোয়া করি।’ 
 
তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে আলী আহাম্মদ চুনকা ভাইয়ের হাত ধরেই বিভিন্ন সংগঠনে যুক্ত হয়েছি। তাঁর মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা বলতেন, আমি তাঁকে ভাই বলতাম। তাঁর মেয়ের সঙ্গে আমি আছি। সে যেকোনো জায়গায় থাকুক, তার যেকোনো বিপদে-আপদে অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত আছে। আগামীতেও থাকবে। তার আগামী দিন যেন সুন্দর হয়, সেই দোয়া করি। আমার শ্রদ্ধাবোধ চুনকা ভাইয়ের জন্য আজীবন থাকবে।’

আইভী বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়। পারিবারিক সম্পর্কে কখনো ঘাটতি হবে না। পূর্বে যে রকম ছিল তেমনই থাকবে। আমার তরফ থেকে বিঘ্ন হবে না। কাকার কাছ থেকেও বাধাগ্রস্ত হবে না। ভবিষ্যতে আমি তাঁর কাছ থেকে পরামর্শ নিয়েই চলব। পৌরসভার আমল থেকেই কাকা আমাকে অনেক সহায়তা করেছেন। হীরালাল খাল, বোয়ালিয়া খালের জন্য তিনি অনেক সাহায্য করেছেন। আমরা সবাই নারায়ণগঞ্জের মানুষ।’
 
এ সময় একে অপরকে মিষ্টিমুখ করান তৈমুর ও আইভী। সেখানে উপস্থিত ছিলেন তৈমুরের স্ত্রী ফারজানা খন্দকার, কন্যা মার-ই-য়াম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড