হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ছিনতাইকারী, পরে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ইফতেখার আলম হিমেল (২০) নামের এক তরুণকে চাপাতিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ রোববার (১৫ জুন) হাতিরঝিল থানা-পুলিশ বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা গেছে।

হাতিরঝিল থানা-পুলিশ জানায়, মো. সিরাজ সরদার তাঁর ছেলে আলামিন ও চাচাতো ভাই সিয়ামকে নিয়ে ব্রিজের নিচে বেঞ্চে বসেছিলেন। এ সময় হিমেল ও তাঁর দুই সহযোগী ভয়ভীতি দেখিয়ে আলামিনের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। তাঁরা অটোরিকশায় পালানোর চেষ্টা করলে আলামিন সামনে দাঁড়িয়ে বাধা দেন। পরে হিমেল ও অন্যরা দৌড়ে পালাতে চাইলে আলামিনের চিৎকারে পুলিশ এগিয়ে এসে হিমেলকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি কালো ব্যাগ জব্দ করা হয়। তবে তাঁর দুই সহযোগী পালিয়ে যান।

এ ঘটনায় সিরাজ সরদার বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন