হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ছিনতাইকারী, পরে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ইফতেখার আলম হিমেল (২০) নামের এক তরুণকে চাপাতিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ রোববার (১৫ জুন) হাতিরঝিল থানা-পুলিশ বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা গেছে।

হাতিরঝিল থানা-পুলিশ জানায়, মো. সিরাজ সরদার তাঁর ছেলে আলামিন ও চাচাতো ভাই সিয়ামকে নিয়ে ব্রিজের নিচে বেঞ্চে বসেছিলেন। এ সময় হিমেল ও তাঁর দুই সহযোগী ভয়ভীতি দেখিয়ে আলামিনের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। তাঁরা অটোরিকশায় পালানোর চেষ্টা করলে আলামিন সামনে দাঁড়িয়ে বাধা দেন। পরে হিমেল ও অন্যরা দৌড়ে পালাতে চাইলে আলামিনের চিৎকারে পুলিশ এগিয়ে এসে হিমেলকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি কালো ব্যাগ জব্দ করা হয়। তবে তাঁর দুই সহযোগী পালিয়ে যান।

এ ঘটনায় সিরাজ সরদার বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি