হোম > সারা দেশ > ঢাকা

সীতাকুণ্ডের দগ্ধরা অন্য দগ্ধদের মতো নয়: বার্ন ইনস্টিটিটিউটের পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহতরা অন্যান্য অগ্নিকাণ্ডে আহতদের মতো নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম। আজ মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউটে ভর্তি রোগীদের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সামনে ব্রিফিং করার সময় তিনি এ কথা জানান।

অধ্যাপক আবুল কালাম বলেন, ‘এবারের ঘটনায় হতাহতদের অবস্থা অন্য দগ্ধ রোগীদের মতো নয়। এদের বার্ন ইনজুরি আছে, কেমিকেল ইনজুরি আছে। এর সঙ্গে স্মোক ইনহেলেশন হয়েছে। এই তিনটার সমন্বয়ে তারা যতটুকু দগ্ধ হয়েছে, তার চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছে। কেউ হয়তো ১০ শতাংশ দগ্ধ হয়েছে, কিন্তু অসুস্থ হয়েছে ৪০ শতাংশ দগ্ধের মতো।’

অধ্যাপক আবুল কালাম আরও বলেন, ‘আইসিইউতে থাকা চারজনের মধ্যে একজন লাইফ সাপোর্টে আছেন। আজ থেকে চেষ্টা করব তাঁর লাইফ সাপোর্ট ধীরে ধীরে সরিয়ে নেওয়া যায় কি না। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।’

এর আগে ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক সামন্ত লাল সেন জানান, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন হাসপাতালে সীতাকুণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০৬ জন ভর্তি আছেন। ঘটনার পর গত রাত পর্যন্ত ঢাকায় ১৯ জন আসেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আরেকজন খালিদুর রহমানের করোনা পজিটিভ হওয়ায় তাঁকেও ঢাকা মেডিকেলের কোভিড ইউনিটে স্থানান্তর করা হয়। বাকিদের মধ্যে ইনস্টিটিউটের আইসিইউতে আছেন তিনজন। কেউই শঙ্কামুক্ত নন। বাকিরা পোস্ট অপারেটিভ ইউনিটে আছেন। এদের মধ্যে প্রায় সবারই চোখে সমস্যা হয়েছে। তাদের চোখের ডাক্তাররা দেখছেন এবং যথাযথ চিকিৎসা দিচ্ছেন।

সামন্ত লাল সেন আরও জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজে আছেন ৬৭ জন, সিএমএইচে ১৪ জন এবং একটি বেসরকারি ক্লিনিকে আছেন ১২ জন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা সবাই আইসিইউতে আছেন। এখান থেকে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ আজ সকালে চট্টগ্রামে গেছেন। 

এই সম্পর্কিত সর্বশেষ:

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার