ঘুষ গ্রহণের মামলায় দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন মেলেনি হাইকোর্টে। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক বেঞ্চ থেকে জামিনের আবেদন ফেরত নেন তাঁর আইনজীবী। এর আগে গত ১৩ এপ্রিল বাছিরের আপিল শুনানির জন্য গ্রহণ করে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করেন হাইকোর্ট।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম রায় দেন। রায়ে খন্দকার এনামুল বাছিরকে অর্থ পাচারের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ঘুষ লেনদেনের অভিযোগে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাঁকে পাঁচ বছর দণ্ড ভোগ করতে হবে।
৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ওই মামলা করে দুদক। ২০২০ সালের ১৯ জানুয়ারি ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।
বৃহস্পতিবার দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। বাছিরের পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু।