হোম > সারা দেশ > ঢাকা

সরকারকে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না: কাদের 

ঢাবি প্রতিনিধি

সরকারকে যারা অপবাদ দেয়, তারা চোখে দেখে না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলের উদ্বোধন করা হবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে ‘হাসুমণির পাঠশালা’ আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প এবং পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইফ নূর ই আলম চৌধুরী লিটন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। 

সেতুমন্ত্রী বলেন, আর বেশি দেরি নয়, এ বছরের জুনের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে। একই বছর দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশের একমাত্র সড়ক সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল এ বছরই উদ্বোধন হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। 

সেতুমন্ত্রী আরও বলেন, এত কিছুর পরেও যারা সরকারকে অপবাদ দেয়, তারা চোখে দেখে না। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। এসব প্রকল্প আজ হয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। এটা তাঁদের গাত্রদাহের কারণ বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন