হোম > সারা দেশ > ঢাকা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাঁকে উত্তরখান থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর মজিদকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

গতকাল সোমবার সকালের ঘটনাটি আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ। 

ওসি আব্দুল মজিদ বলেন, ‘উত্তরখানের কাঁচকুড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন ভুক্তভোগী শিশু এবং ওই বৃদ্ধ আব্দুল মজিদ। শিশুটি গতকাল সোমবার সকাল ১০টার দিকে মজিদের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে টেনে রুমে ঢোকায় মজিদ। পরে গালে ও বুকে কামড় দিয়ে ক্ষত সৃষ্টি করে এবং ধর্ষণের চেষ্টা করে।’ 

ওসি আরও বলেন, ‘এদিকে শিশুটির চিৎকার শুনতে পেয়ে তার মা, বাড়ির মালিক ও আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা মজিদকে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁকে আটক করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।’ 

এ পুলিশ কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে উত্তরখান থানায় সোমবার দিবাগত রাতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী ২০০৩) একটি মামলা করেন। ওই মামলায় মজিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ