হোম > সারা দেশ > ঢাকা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাঁকে উত্তরখান থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর মজিদকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

গতকাল সোমবার সকালের ঘটনাটি আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ। 

ওসি আব্দুল মজিদ বলেন, ‘উত্তরখানের কাঁচকুড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন ভুক্তভোগী শিশু এবং ওই বৃদ্ধ আব্দুল মজিদ। শিশুটি গতকাল সোমবার সকাল ১০টার দিকে মজিদের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে টেনে রুমে ঢোকায় মজিদ। পরে গালে ও বুকে কামড় দিয়ে ক্ষত সৃষ্টি করে এবং ধর্ষণের চেষ্টা করে।’ 

ওসি আরও বলেন, ‘এদিকে শিশুটির চিৎকার শুনতে পেয়ে তার মা, বাড়ির মালিক ও আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় উত্তেজিত জনতা মজিদকে গণধোলাই দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ তাঁকে আটক করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।’ 

এ পুলিশ কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে উত্তরখান থানায় সোমবার দিবাগত রাতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী ২০০৩) একটি মামলা করেন। ওই মামলায় মজিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন