হোম > সারা দেশ > ঢাকা

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’: বিচারপতিকে ডেকে কথাবার্তায় যত্নশীল হতে বললেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে এমন মন্তব্য করা বিচারপতিকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি। তিনি তাঁকে কথা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র জানায়, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অভিযোগ দেওয়ার পর তাঁকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে খাস কামরায় ডেকে নেওয়া হয়। ১৫ মিনিটের মতো তাঁর সঙ্গে কথা হয়। তাঁকে কথাবার্তা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হতে বলেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক এএসএম নাসির এলানের পক্ষে জামিন শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে বলেন, ‘আমাদেরও বক্তব্য আছে।’ তখন হাইকোর্ট বলেন, ‘তাঁদের (আপিলকারীদের) আইনজীবীকে আগে বলতে দিন। আপনি এখনই লাফ দিয়ে উঠছেন কেন? দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন!’

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন বক্তব্য অসাংবিধানিক। তিনি অসাংবিধানিক বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন। কোনোভাবেই এটি সমর্থনযোগ্য নয়। প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির