হোম > সারা দেশ > ঢাকা

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’: বিচারপতিকে ডেকে কথাবার্তায় যত্নশীল হতে বললেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে এমন মন্তব্য করা বিচারপতিকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি। তিনি তাঁকে কথা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র জানায়, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অভিযোগ দেওয়ার পর তাঁকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে খাস কামরায় ডেকে নেওয়া হয়। ১৫ মিনিটের মতো তাঁর সঙ্গে কথা হয়। তাঁকে কথাবার্তা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হতে বলেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক এএসএম নাসির এলানের পক্ষে জামিন শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে বলেন, ‘আমাদেরও বক্তব্য আছে।’ তখন হাইকোর্ট বলেন, ‘তাঁদের (আপিলকারীদের) আইনজীবীকে আগে বলতে দিন। আপনি এখনই লাফ দিয়ে উঠছেন কেন? দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন!’

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন বক্তব্য অসাংবিধানিক। তিনি অসাংবিধানিক বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন। কোনোভাবেই এটি সমর্থনযোগ্য নয়। প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’